শুটিং শুরু হচ্ছে প্রয়াত শিবসেনা নেতা বালঠাকরের বায়োপিক-এর!

Last Updated:

অবশেষে শুটিং শুরু হচ্ছে প্রয়াত শিবসেনা নেতা বালঠাকরের বায়োপিক-এর। ২৫ মার্চ থেকে শুরু হবে শুটিং। বালঠাকরের চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

#মুম্বই: অবশেষে শুটিং শুরু হচ্ছে প্রয়াত শিবসেনা নেতা বালঠাকরের বায়োপিক-এর। ২৫ মার্চ থেকে শুরু হবে শুটিং। বালঠাকরের চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
বিশ্বস্ত সূত্রর খবর, প্রয়াত শিবসেনা নেতার ৯৩ তম জন্মদিন অর্থাৎ, ২০১৯-এর ২৩ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। গোটা মহারাষ্ট্র, এমনকী মুম্বইয়ে প্রয়াত নেতার বাসভবন 'মাতশ্রী'-তেও হবে ছবির শুটিং। পরিচালক  এমএনএস নেতা অভিজিৎ পানসে।
বিগত বেশ কিছু মাস ধরে নানা আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন নায়ক। শুরু হয়েছিল তাঁর বায়োপিক ' অ্যান অর্ডিনারি লাইফ:আ মেময়ের'-এ তাঁর বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে। সেটা মিটতে না মিটতেই 'সিডিআর' মামলায় উঠে এল তাঁর নাম। তারমধ্যেই, বালঠাকরের চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে চলছিল নওয়াজের ভোকাল ট্রেনিং।
advertisement
advertisement
First look of Bal Thackeray biopic. Nawazuddin Siddiqui as Bal Thackeray. News18 network First look of Bal Thackeray biopic. Nawazuddin Siddiqui as Bal Thackeray. News18 network
শিবসেনা দলের সদস্য সঞ্জয় রাউতের থেকে জানা যায়, এটি আগাগোড়া কমার্শিয়াল ছবি। শুট হবে ১০৮ টি লোকেশনে। বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানির সময় বালসাহেব ঠাকরে লখনৌ আদালতে যেতেন। শুট করা হবে সেখানেও।
advertisement
শুধু বালঠাকরের রাজনৈতিক জীবন নয়! একজন তরুণ মরাঠি কার্টুনিস্ট থেকে একজন রাজনৈতিক সুপ্রিমো হয়ে ওঠার যাত্রাপথ ধরা পড়বে ছবিতে। ফুটে উঠবে ১৯৯৩-এ বম্বে রায়টের ছবিও।
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুটিং শুরু হচ্ছে প্রয়াত শিবসেনা নেতা বালঠাকরের বায়োপিক-এর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement