Naseeruddin Shah Hospitalised: নাসিরুদ্দিন শাহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন?

Last Updated:

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন (Naseeruddin Shah Hospitalised) নাসিরুদ্দিন শাহ।

#মুম্বই: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন (Naseeruddin Shah Hospitalised) অভিনেতা। গত দু'দিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ হয়েছে অভিনেতার। তবে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন অভিনেতা। নাসিরুদ্দিন শাহের অবস্থা স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত অভিনেতাকে নিউমোনিয়ার চিকিৎসা করা হচ্ছে। তাঁর ফুসফুসে একটি সংক্রমণের চিহ্ন পাওয়া যাওয়ার পরই তাঁকে হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছিলেন চিকিৎসকেরা। নাসিরুদ্দিনের ম্যানেজার জানিয়েছেন, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন নাসিরুদ্দিন শাহ। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
অভিনেতার ম্যানেজারের বক্তব্য, 'গত দু'দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাসিরুদ্দিন শাহ। মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। তাঁর ফুসফুসে প্যাঁচ ধরা পরার পরই চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। তবে তাঁর অবস্থা ভালো, চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং স্থিতিশীল রয়েছেন।' সূত্রের খবর, আর একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পাবেন অভিনেতা। তাঁর স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক শাহ ও তাঁদের সন্তানেরা হাসপাতালে রয়েছেন।
advertisement
advertisement
বলিউডের অন্যতম সেরা অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ভারত সরকারের তরফে পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন নিজের অভিনয়গুণে। ২০২০ সালে ডিজিটাল প্ল্যাটফর্মেও অভিষেক হয়েছে অভিনেতার। 'বন্দিশ ব্যান্ডিটস'-এ তাঁর কাজ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও নেটফ্লিক্সে 'রামপ্রসাদ কি তেরভি' ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Naseeruddin Shah Hospitalised: নাসিরুদ্দিন শাহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement