বন্ধুদের নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিতেন সঞ্জয় দত্ত! মা নার্গিস ভাবতেন ছেলে সমকামী
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#মু্ম্বই: ছেলের প্রথম ছবি মুক্তির আগেই মৃত্যু হয়েছিল মা নার্গিসের । কিন্তু তিন ছেলেমেয়ের মধ্যে সঞ্জয়ই ছিলেন নার্গিসের সবচেয়ে কাছের । সুনীল দত্ত আর নার্গিসের তিন ছেলেমেয়ে, সঞ্জয়, নম্রতা, আর প্রিয়া । তার মধ্যে সঞ্জয়ই মায়ের সবচেয়ে কাছের। কিন্তু তাঁর প্রথম ছবি ‘রকি’ মুক্তি পাওয়ার আগেই ক্যান্সারে মৃত্যু হয়েছিল নার্গিসের ।
সেই সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন সঞ্জয় । তবে সে কথা বিশ্বাস করতেন না মা নার্গিস । অনেকেই তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন ছেলের ব্যাপারে শক্ত হওয়ার জন্য । কিন্তু নার্গিসের ধারনা ছিল, তাঁর ছেলে এমন কাজ করতেই পারেন না ।

advertisement
ইয়াসের উসমান-এর লেখা সঞ্জয় দত্তের বায়োপিক 'দ্যা ক্রেজি আনটোল্ড স্টোরি অফ বলিউড'স ব্যাড বয়'-এ ভাই সঞ্জয় সম্পর্কে অনেক কথাই খোলসা করেছেন সঞ্জয়ের দুই বোন নম্রতা ও প্রিয়া দত্ত। তাঁরাই জানিয়েছেন, মা তাঁর বন্ধুদের কাছে নিজের আশঙ্কার কথা শেয়ার করেছিলেন । তিনি আশঙ্কা করতেন, সঞ্জয় হয়তো সমকামী । তা না হলে কেন সববসময় বন্ধুদের সঙ্গে ঘরের দরজা বন্ধ করে থাকে সে? মাঝে মধ্যে সঞ্জয়ের কাণ্ড কারখানায় নার্গিস খুব রেগে যেতেন। চটি ছুঁড়েও মারতেন তাঁকে ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2020 3:23 PM IST