মাদক যোগে অভিনেতা অর্জুন রামপালকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তলব, বুধবার হাজিরার নির্দেশ

Last Updated:

১১ নভেম্বর অর্থাৎ বুধবার অভিনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁর ব্যবহৃত যাবতীয় ইলেক্ট্রনিক্স গ্যাজেট বাজেয়াপ্ত করেছে NCB।

#মুম্বই: ফের মহাসংকটে বলিউড। মাদক যোগে বলিউড অভিনেতা অর্জুন রামপালকে তলব করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ১১ নভেম্বর অর্থাৎ বুধবার অভিনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁর ব্যবহৃত যাবতীয় ইলেক্ট্রনিক্স গ্যাজেট বাজেয়াপ্ত করেছে NCB। সোমবার সকালে অভিনেতার বাড়িতে হানা দিয়ে তল্লাশি শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)৷ মুম্বই সহ অভিনেতার একাধিক বাড়িতে একযোগে তল্লাশি চলে। এরপরেই NCB কর্তারা তাঁকে হাজিরার সমন পাঠিয়েছেন।
advertisement
জানা গিয়েছে, অর্জুন রামপালের লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলার ভাইকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছে এনসিবি৷ গত ২০ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়৷ সেই সূত্রে অর্জুন রামপালের নাম উঠে আসে বলে খবর৷ তার পর থেকেই অর্জুন রামপালের উপরে এনসিবি কর্তাদের নজর ছিল বলে খবর৷  বেশ কয়েক ঘণ্টা ধরে অভিনেতার একাধিক বাড়িতে তল্লাশি চলছে বলে খবর৷
advertisement
রবিবারই বলিউড প্রোডিউসার ফিরোজ নাদিওয়ালার স্ত্রীকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছিল এনসিবি৷ তল্লাশির সময় তাঁর বাড়ি থেকে ১০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার হয় বলে অভিযোগ৷ তার পরই এ দিন অর্জুনের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় সংস্থা৷ এনসিবি-র অভিযোগ, ফিরোজ নাদিওয়ালাকে জেরার জন্য ডেকে পাঠানো হলেও তিনি হাজিরা দেননি৷
advertisement
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ্ত্যু তদন্তের সূত্রেই বলিউডে মাদক যোগ নিয়ে তদন্ত শুরু হয়৷ গ্রেফতার করা হয় সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে৷ এর পর মাদক কাণ্ডে একে একে দিপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপূর, রকুলপ্রীত সিং-দের মতো বলিউডের নামী তারকাদের ডেকে পাঠিয়ে জেরা করে এনসিবি৷ গত মাসে রিয়া চক্রবর্তী জামিন পেলেও মাদক যোগে বলিউডে একের পর এক বড় নাম সামনে চলে আসছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাদক যোগে অভিনেতা অর্জুন রামপালকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তলব, বুধবার হাজিরার নির্দেশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement