Mandira Bedi: দুই সন্তান নিয়ে আজ তিনি স্বামীহারা, অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন মন্দিরা বেদি

Last Updated:

স্বামী রাজ কৌশলের (Raj Kaushal) মৃত্যুর পর থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন মন্দিরা (Mandira Bedi) । ইনস্টাগ্রামের ছবি বদলে আঁধার কালো করে দেন । অবশেষে ৬ দিন পর নীরবতা ভাঙলেন মন্দিরা ।

#মুম্বই: সদ্য স্বামী’কে হারিয়েছেন ৪৯ বছরের বলি-অভিনেত্রী, জনপ্রিয় সঞ্চালিকা মন্দিরা বেদি (Mandira Bedi) । গত বুধবার, ৩০ জুন সকালে হৃদযন্ত্র বিকল (Cardiac Arrest) হয়ে মৃত্যু হয় মন্দিরার স্বামী পরিচালক-প্রযোজক রাজ কৌশলের ( Raj Kaushal) । তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর । নিজের বাড়িতেই ভোর সাড়ে ৪টে নাগাদ তিনি মারা যান । তাঁর এই অকাল মৃত্যুতে স্তম্ভিত, হতচকিত হয়ে হয়ে যায় বলিউড । ভেঙে টুকরো টুকরো হয়ে যায় মন্দিরার হৃদয় । অকালে স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি ।
স্বামীর শেষকৃত্যে সর্বক্ষণ তাঁর পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন মন্দিরা । কাঁধ দেন স্বামীর মরদেহে । শ্মশানে তাঁর শেষযাত্রার সঙ্গী হন । মাস্কের আড়ালেও মন্দিরার আকুল কান্না নজর এড়ায়নি কারও । ২২ বছরের সঙ্গীকে এ ভাবে হঠাৎ বিদায় জানাতে হবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি মন্দিরা ।
স্বামীর মৃত্যুর পর থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন মন্দিরা । সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন না তিনি । ইনস্টাগ্রামের ছবি বদলে আঁধার কালো করে দেন । অবশেষে ৫ দিন বাদে ইনস্টায় রাজের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন । সঙ্গে ভাঙা হৃদয়ের ইমোজি । এরপর মঙ্গলবার, ট্যুইটারে দু’জনের একটি সুন্দর ছবি পোস্ট করে লেখেন ‘রেস্ট ইন পিস আমার রাজি’, সঙ্গে ভাঙা হৃদয়ের ইমোজি ।
advertisement
advertisement
১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী মন্দিরা বেদীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ । তাঁদের জুটি ছিল বলিউডের দীর্ঘমেয়াদি জুটি গুলির অন্যতম । ২০১১, ১৯ জুন ছেলে ভীরের জন্ম । এরপর গত বছর অক্টোবর মাসে ৪ বছরের কন্যা সন্তান তারা’কে নিজেদের পরিবারে নিয়ে আসেন মন্দিরা-রাজ । দুই ছেলেমেয়ে নিয়ে সুখে কাটছিল তাঁদের জীবন । হঠাৎই ছন্দপতন ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mandira Bedi: দুই সন্তান নিয়ে আজ তিনি স্বামীহারা, অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন মন্দিরা বেদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement