#মুম্বই: প্রথমে বলা হয়েছিল হৃতিকের দিদি সুনয়না রোশন নাকি শারীরিকভাবে ভীষণ অসুস্থ ৷ বলা হয়েছিল, তিনি নাকি বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত ৷ ২০১৭ নাগাদ ওজন কমিয়ে, চেহারার বিপুল পরিবর্তন ঘটিয়ে খবরের শিরোনামে এসেছিলেন সুনয়না। কী ভাবে তা সম্ভব হল, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। বলেছিলেন, “পরিবার পাশে থেকেছে ঠিকই কিন্তু লড়াই করার মন নিজেকেই তৈরি করতে হবে। নিজেই নিজেকেই সবচেয়ে বেশি সাহায্য করতে পারে!’’ সুনয়নার শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। দীর্ঘ দিন ডিপ্রেশনেও ভুগেছিলেন সুনয়না।কিন্তু এরপরেই ধীরে ধীরে ঘনাক্রম বদলাতে থাকে ৷ জানা যায়, সুনয়না শরীরিক নির্যাতনের শিকার ৷ মানসিকভাবেও তিনি বিপর্যস্ত ৷ এই বিতর্কের মধ্যেই ঢুকে পড়েন কঙ্গনা রানাউত ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেল ৷ কঙ্গনার সঙ্গে হৃতিকের সম্পর্ক নিয়ে বহু জলঘোলা হয়েছে অতীতে ৷ সেই বিতর্ক পৌঁছেছিল আদালত পর্যন্ত ৷ রঙ্গোলি সম্প্রতি সুনয়নার বিষয়টি নিয়ে সরব হয়েছেন ট্যুইটারে ৷
Sunaina Roshan is asking Kangana for help, her family is physically assaulting her because she is in love with a Muslim man from Delhi, last week they got a lady cop who slapped her, her father also hit her, her brother is trying to put her behind bars..(contd)
— Rangoli Chandel (@Rangoli_A) June 19, 2019
(Contd).... I fear her dangerous family might harm her, we want to make this public because Sunaina calling Kangana and crying all the time, Kangana doesn’t know how to help her...(contd) — Rangoli Chandel (@Rangoli_A) June 19, 2019
(Contd).... so now she has blocked her number but we fear for her safety, everyone has a right to love whoever they want, hopefully this will scare Roshans and they back off
— Rangoli Chandel (@Rangoli_A) June 19, 2019
And living in hell continues ....gosh I’m tired — Sunaina Roshan (@sunainaRoshan22) June 18, 2019
Sunday thought .....didn’t know that I would hv had the opportunity to visit HELL in this lifetime .....
— Sunaina Roshan (@sunainaRoshan22) June 9, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Harassment, Hrithik Roshan, Kangana Ranaut, Rakesh Roshan, Rangoli Chandel, Sunaina Roshan