Home /News /entertainment /
‘সড়ক-২’-র ট্রেলারে লাইকের থেকে বেশি ডিসলাইকের সংখ্যা, আলিয়ার ছবি বয়কটের ডাক উঠল

‘সড়ক-২’-র ট্রেলারে লাইকের থেকে বেশি ডিসলাইকের সংখ্যা, আলিয়ার ছবি বয়কটের ডাক উঠল

ছবির ট্রেলার রিলিজের পর থেকে ফের চরম ট্রোলিং শুরু হয় ৷ বয়কটের ডাক ওঠে ৷ এমনকি ইউটিউবে লাইকের থেকে বাড়তে থাকে ডিসলাইকের সংখ্যা ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ‘সড়ক-২’ মুক্তি পেতে চলেছে আগামী ২৮ অগাস্ট ৷ ১৯৯১ সালের ‘সড়ক’ ছবির সিক্যুয়েল এটি ৷ প্রথম থেকেই মহেশ ভাট পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে ৷ কিন্তু এখন এই ছবির ট্রেলার মুক্তি পেতেই তা পড়েছে মুখ থুবড়ে ৷

কারণ এর মধ্যে আরব সাগরে বয়ে গিয়েছে অনেক জল ৷ পরিস্থিতিও আর নেই আগের মতো ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের কদর্য চেহারাটা যেন আরও বেশি করে মুখোশহীন হয়ে পড়েছে ৷ নেপোটিজমের বিরুদ্ধে সরব হয়েছে গোটা দেশ ৷ পাশাপাশি, সুশান্ত-কাণ্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর সঙ্গে ‘সড়ক-২’-র পরিচালক মহেশ ভাটের সম্পর্ক নিয়েও চলছে অনেক তর্জা ৷ ফলে নেগেটিভ প্রচার শুরু হয়েছে ব্যাপকভাবে ৷ যার প্রভাব পড়েছে ইউটিউবে ৷

এই ছবির ট্রেলার রিলিজের পর থেকে ফের চরম ট্রোলিং শুরু হয় ৷ বয়কটের ডাক ওঠে ৷ এমনকি ইউটিউবে লাইকের থেকে বাড়তে থাকে ডিসলাইকের সংখ্যা ৷ কয়েক ঘণ্টার মধ্যেই তা পৌঁছে যায় প্রায় ১ মিলিয়নে। ডিসলাইকের পাশাপাশি সড়ক টু-কে নিয়ে তৈরি হতে শুরু করে বিভিন্ন ধরনের মিম।

এই ছবিতে আলিয়া ভাট ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর ৷ ‘সড়ক ২’ মুক্তি পাচ্ছে ২৮ অগাস্ট ৷ লকডাউনের কারণে সিনেমা হল বন্ধ থাকায় এই ছবি মুক্তি পাচ্ছে হটস্টার-ডিজনিতে ৷

Published by:Simli Raha
First published:

Tags: Alia Bhatt, Sadak 2, Sanjay Dutt