advertisement

এই অল্প বয়সে শিখে গিয়েছে রান্না, মিশা-জাইনের হাতে বানানো স্যালাড খেয়ে আপ্লুত মীরা!

Last Updated:

করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে পরিবারকে নিয়ে ঘরেই রয়েছেন শাহিদ এবং মীরা। আর ঘরবন্দি থেকে প্রায়শই কিছু না কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন তারকাজুটি।

#মুম্বই: একজনের বয়স ৪, আরেকজনের মাত্র ২। আর এই বয়সেই মায়ের জন্য স্যালাড বানিয়েছেন তাঁরা। কথা হচ্ছে অভিনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor) এবং মীরা কাপুরের (Mira Rajput Kapoor)-এর সন্তান মিশা (Misha) এবং জাইনকে (Zain) নিয়ে। করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে পরিবারকে নিয়ে ঘরেই রয়েছেন শাহিদ এবং মীরা। আর ঘরবন্দি থেকে প্রায়শই কিছু না কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন তারকাজুটি। সম্প্রতি মীরা একটি Instagram Story আপলোড করেছেন।
ছবিতে দেখা গিয়েছে মিশা এবং জাইন তাঁদের মায়ের জন্য স্যালাড বানিয়েছে। ক্যাপশনে শাহিদপত্নী লিখেছেন, বাচ্চারা আমায় নিজেদের হাতে স্যালাড বানিয়েছে খাইয়েছে। নিশ্চয়ই আমি কিছু ভালো করেছি। লেখার পাশে আবার রেড হার্টের একটি ইমোজি দিয়েছেন। বর্তমানে মীরার পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দিনকয়েক আগে একটা হার্ট শেপের হোমমেড চকোলেট কেক কেটে দুই সন্তানের সঙ্গে মাদার্স ডে সেলিব্রেট করেছিলেন মীরা। শুধু তাই নয়, মিশা এবং জাইন একটি কার্ড বানিয়েছিল তাদের মায়ের জন্য। ক্যাপশনে লিখেছিলেন মীরা, আমার গোটা হৃদয় তোমাদের জন্য। আর এর থেকে একটা ছোট্ট টুকরো বাবার জন্য।
advertisement
advertisement
উল্লেখ্য, ২০১৫ সালে শাহিদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মীরা রাজপুত। দু'জনের বয়সের ব্যবধান ১৩ বছরের। বিয়ের সময় মীরার বয়স ছিল মাত্র ২০ বছর। যা নিয়ে সেই সময়ে রীতিমতো সমালোচনা শুরু করেছিলেন নেটিজেনরা। যদিও সে সবে বিশেষ কান দেননি শাহিদ এবং মীরা। ২০১৬-তে তাঁদের প্রথম কন্যাসন্তান হয়, যাঁর নাম মিশা। এর পর ২০১৮ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন শাহিদ-পত্নী। জাইনের জন্ম হয় মীরার জন্মদিনের দু'দিন আগে। আপাতত ভরা সংসার নিয়ে বেশ সুখেই কাটাচ্ছেন শাহিদ এবং মীরা।
advertisement
প্রসঙ্গত, অভিনেতা শাহিদ কাপুরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কবীর সিং (Kabir Singh) বক্স অফিসে চুড়ান্ত ভাবে সফল। আর তার পরেই আরও একটি দক্ষিণী ছবির রিমেকে কাজ করছেন তিনি। আপকামিং এই সিনেমার নাম জার্সি (Jersey)। যদিও ছবিটির শ্যুটিং বর্তমানে করোনার কারণে থমকে গিয়েছে। সেই কারণে পিছিয়েছে মুক্তির দিন। এছাড়া শাহিদের হাতে আছে একাধিক বিগবাজেটের প্রোজেক্ট।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই অল্প বয়সে শিখে গিয়েছে রান্না, মিশা-জাইনের হাতে বানানো স্যালাড খেয়ে আপ্লুত মীরা!
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement