ন্যুড ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগালেন মিলিন্দ, কী বললেন স্ত্রী অঙ্কিতা

Last Updated:

‘থ্রোব্যাক থার্সডে’ ক্যাপশন দিয়ে এই ছবিটি শেয়ার করেন মিলিন্দ সোমন

#মুম্বই: ৯০-এর দশকে সুপার মডেল ছিলেন মিলিন্দ সোমন। সেই সময় প্রতিটি নারীর হৃদয়ে হিল্লোল তুলেছিলেন এই নায়ক। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ন্যুড ছবি শেয়ার করেন মিলিন্দ সোমন। সাদা কালোয় তোলা, জঙ্গলের মধ্যে নগ্ন মিলিন্দের ছবি মুহূর্তে ভাইরাল হয়।
ছবিটা শ্যুট করা হয়েছিল ১৯৯১ সালে। ‘থ্রোব্যাক থার্সডে’ ক্যাপশন দিয়ে তিনি এই ছবিটি শেয়ার করেন। আর ছবি পোস্ট করা মাত্রই ভুড়ি ভুড়ি কমেন্ট আসতে থাকে তাঁর ছবিতে। তাঁর পোস্ট করা ছবিতে স্ত্রী অঙ্কিতা কোনওয়াও মন্তব্য করেছেন।
View this post on Instagram

#Throwback thursday . . . The Ridge, Delhi, 1991 . . . . @bharatsikkastudio

A post shared by Milind Usha Soman (@milindrunning) on

advertisement
advertisement
সেই বছরই, ৩০ আগস্ট জন্ম স্ত্রী অঙ্কিতার। অর্থাৎ মিলিন্দ যখন ছবিটা তোলেন তখন তাঁর স্ত্রীর সবে যন্ম হয়েছে আর তাঁর বয়স ২৬। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর, ছবিটায় কমেন্ট, লাইক-এর ঝড় ওঠে। সবথেকে নজর কাড়ে স্ত্রী অঙ্কিতার কমেন্ট। তিনি লেখেন, ‘এই জন্যেই আমি এসেছিলাম.... হ্যালো লাভার’। উত্তরে মিলিন্দ লেখেন , 'সব তোমারই জন্যে’।
advertisement
২০১৮ সালের ২২ এপ্রিল অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিলিন সোমন। এর আগে ২০০৩ সালে এক বিদেশিনীকে বিয়ে করেন মিলিন্দ। তিন বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ন্যুড ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগালেন মিলিন্দ, কী বললেন স্ত্রী অঙ্কিতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement