ন্যুড ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগালেন মিলিন্দ, কী বললেন স্ত্রী অঙ্কিতা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
‘থ্রোব্যাক থার্সডে’ ক্যাপশন দিয়ে এই ছবিটি শেয়ার করেন মিলিন্দ সোমন
#মুম্বই: ৯০-এর দশকে সুপার মডেল ছিলেন মিলিন্দ সোমন। সেই সময় প্রতিটি নারীর হৃদয়ে হিল্লোল তুলেছিলেন এই নায়ক। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ন্যুড ছবি শেয়ার করেন মিলিন্দ সোমন। সাদা কালোয় তোলা, জঙ্গলের মধ্যে নগ্ন মিলিন্দের ছবি মুহূর্তে ভাইরাল হয়।
ছবিটা শ্যুট করা হয়েছিল ১৯৯১ সালে। ‘থ্রোব্যাক থার্সডে’ ক্যাপশন দিয়ে তিনি এই ছবিটি শেয়ার করেন। আর ছবি পোস্ট করা মাত্রই ভুড়ি ভুড়ি কমেন্ট আসতে থাকে তাঁর ছবিতে। তাঁর পোস্ট করা ছবিতে স্ত্রী অঙ্কিতা কোনওয়াও মন্তব্য করেছেন।
View this post on Instagram#Throwback thursday . . . The Ridge, Delhi, 1991 . . . . @bharatsikkastudio
advertisement
advertisement
সেই বছরই, ৩০ আগস্ট জন্ম স্ত্রী অঙ্কিতার। অর্থাৎ মিলিন্দ যখন ছবিটা তোলেন তখন তাঁর স্ত্রীর সবে যন্ম হয়েছে আর তাঁর বয়স ২৬। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর, ছবিটায় কমেন্ট, লাইক-এর ঝড় ওঠে। সবথেকে নজর কাড়ে স্ত্রী অঙ্কিতার কমেন্ট। তিনি লেখেন, ‘এই জন্যেই আমি এসেছিলাম.... হ্যালো লাভার’। উত্তরে মিলিন্দ লেখেন , 'সব তোমারই জন্যে’।
advertisement

২০১৮ সালের ২২ এপ্রিল অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিলিন সোমন। এর আগে ২০০৩ সালে এক বিদেশিনীকে বিয়ে করেন মিলিন্দ। তিন বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2020 4:49 PM IST