Milind Soman: এবার করোনায় আক্রান্ত ভারতের 'আয়রনম্যান' মিলিন্দ সোমন!

Last Updated:

বৃহস্পতিবারে মুম্বইয়ের করোনা পরিস্থিতি বলছে, একদিনে ধরা পড়েছে ৫ হাজার ৫০৪ জন। এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে এটাই সর্বোচ্চ। মহারাস্ট্র সরকারের তরফে যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

#মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউ এবং মহারাষ্ট্রের অবস্থায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত বলিউড। করোনা আক্রান্ত সেলিব্রিটিদের তালিকায় এবার নতুন সংযোজন মিলিন্দ সোমন। ৫৫ বছরের মডেল-অভিনেতা নিজেই বৃহস্পতিবার করোনা পজিটিভ হওয়ার খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে ছোট্ট কথায় নিজের পরিস্থিতির কথা জানিয়েছেন তিনি। লিখেছেন, 'পরীক্ষায় পজিটিভ, কোয়ারান্টিনে'। মিলিন্দের এমন পোস্টের পর স্বাভাবিক ভাবেই তাঁর সোশ্যাল দেওয়াল ভরে যাচ্ছে 'দ্রুত সুস্থ' হওয়া চেয়ে ফ্যানেদের পোস্টে।
বৃহস্পতিবারে মুম্বইয়ের করোনা পরিস্থিতি বলছে, একদিনে ধরা পড়েছে ৫ হাজার ৫০৪ জন। এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে এটাই সর্বোচ্চ। মহারাস্ট্র সরকারের তরফে যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার রাজ্যে করোনা আক্রান্ত ধরা পড়েছে ৩১ হাজার জন।
advertisement
advertisement
বৃহস্পতিবারই আরেক অভিনেতা আর মাধবন করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন। বুধবার করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে আমির খানের তরফে। এ বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে বলিউডের একাধিক তারকা ধরা পড়েছেন করোনায়। তালিকায় রয়েছেন রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, রোহিত শ্রফ, সিদ্ধান্ত চতুর্বেদী, মনোজ বাজপেয়ী, রণবীর শোরে, কৃতী শ্যানন, তারা সুতারিয়ারা। অন্যদিকে, কোভিড ১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সঞ্জয় দত্ত ও সলমান খান।
advertisement
advertisement
লাইফস্টাইল উন্নত করার নানা কাজে নিযুক্ত থাকতে দেখা যায় মিলিন্দ সোমনকে। অভিনয়ের পাশাপাশি শরীরচর্চায় যুক্ত থাকেন তিনি। মিলিন্দ বিয়ে করেছেন নিজের চেয়ে বয়সে অনেকটাই ছোট অঙ্কিতা কোনওয়ারকে। তা নিয়েও সেই সময় বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়ে। যদিও তাঁরা কোনওদিনই এ সবে কান দেননি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Milind Soman: এবার করোনায় আক্রান্ত ভারতের 'আয়রনম্যান' মিলিন্দ সোমন!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement