corona virus btn
corona virus btn
Loading

পিঠে ২৬ বছরের ছোট স্ত্রী! রোম্যান্সে ভরপুর ডন বৈঠক দিলেন মিলিন্দ সোমন

পিঠে ২৬ বছরের ছোট স্ত্রী! রোম্যান্সে ভরপুর ডন বৈঠক দিলেন মিলিন্দ সোমন
  • Share this:

#মুম্বই: তিনি যে কতটা ফিটনেস ফ্রিক তা সকলেই জানেন । কম জাননা তাঁর স্ত্রী অঙ্কিতাও । ৯০-এর দশকের এই সুপার মডেল সেই সময় প্রতিটি নারীর হৃদয়েই হিল্লোল তুলেছিলেন সফলভাবে। এখন মিলিন্দ নানারকম শরীরচর্চা ও খেলাধুলোর সঙ্গে যুক্ত । পাশাপাশি তুখড় অভিনয়ও করেন । আর নায়কের সবচেয়ে পছন্দ শরীরচর্চা । তবে কৃত্রিম শরীরচর্চায় বিশ্বাসী নন তিনি । ফ্রি-হ্যান্ড, যোগ, দৌড়, খেলাধুলো... এসবের মাধ্যমেই নিজেকে ফিট রাখায় বিশ্বাসী তিনি । লকডাউনের মধ্যে বাড়িতেই শরীরচর্চা করে সে প্রমাণও দিলেন । নিজের থেকে ২৬ বছরের ছোট অঙ্কিতাকে বসালেন পিঠের উপর । তারপর পরপর ডনবৈঠক দিলেন । অঙ্কিতা দু'পা তুলে মিলিন্দের পিঠে এক্কেবারে বাবু হয়ে বসলেন... এবার অঙ্কিতাকে পিঠে নিয়েই ডন-বৈঠক শুরু করলেন মিলিন্দ! আহা! বড়ই রোম্যান্টিক সেই ওয়র্কআউট ! ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খোদ মিলিন্দ সোমন।

First published: March 26, 2020, 1:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर