#মুম্বই: বলিউডে অনেকেই কঙ্গনার বিরুদ্ধ গোষ্ঠি বলে পরিচিত৷ এবার নবতম সংযোজন মিকা সিং৷ একেবারে চাঁচাছোঁলা ভাষায় তিনি জানান যে এতদিন পর্যন্ত বলিউডে যাঁদের যাঁদের তিনি লক্ষ্য করে বদনাম করেছেন, তাঁরা সকলেই খুব শান্ত ও নরম মনের মানুষ৷ যেমন হৃতিক রোশন, করণ জোহর, রণবীর সিং প্রমুখ৷ এই তারকাদের নাম উল্লেখ করে মিকা লেখেন যে, নরম মানুষ পেয়ে অনেক বাড়াবাড়ি করে ফেলেছেন কঙ্গনা৷ কিন্তু আর হবে না৷ মিকা স্পষ্ট বলেন যে, দেশ ও দশের কথা না ভেবে আপনি শুধুমাত্র অভিনয় করুন৷ একই সঙ্গে তিনি কৃষি আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষজন জনকে কঙ্গনার বক্তব্য নিয়ে উত্তেজিত হতে বারণ করেন৷ তিনি বলেন যে, লক্ষ্যে স্থির থাকাটাই কর্তব্য৷ কঙ্গনার প্রতি তাঁর ব্যক্তিগত কোনও ক্ষোভ নেই ঠিকই তবে দেশের কৃষকদের বিরুদ্ধে কঙ্গনার বিরুপ মন্তব্য তিনি মেনে নেননি৷ তিনি মনে করেন যে, এতে যাঁরা লড়াই-প্রতিবাদে নেমেছেন, তাঁরা মনোবল হারাতে পারেন৷ এবং এটা একেবারেই ঠিক করেননি কঙ্গনা৷ তার প্রমাণ পরবর্তীতে কঙ্গনার সেই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হয়৷
কঙ্গনাকে একহাত নিলেন মিকা সিং৷ কৃষি আন্দোলনের বিষয় কঙ্গনার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বহু অভিনেতা৷ বিশেষ করে পঞ্জাব অঞ্চলের অভিনেতারা কঙ্গনার মন্তব্যকে যে একেবারেই ভালভাবে নেননি, তা সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করেছেন৷ মিকা সিং-ও সেই দলেই৷
I request all my punjabi brothers to please calm down..We are not here to focus on @KanganaTeam I don’t have any personal issues with @KanganaTeam, she made a mistake and faced the reaction. Even though she hasn’t said sorry she deleted her tweet.
Saada intention hain to support our farmers, so let’s focus there. She is crazy, so let her live her life. Beta @KanganaTeam when target soft people like @karanjohar@RanveerOfficial@iHrithik or other celebs from Bollywood you get away with it but Puttar ji iss taraf mat aao. https://t.co/sWS9WHtTSd
মিকা আরও লিখছিলেন যে সোশ্যাল মিডিয়ায় শেরনি বা সিংহির মতো আস্ফালন করলেও বাস্তবে অসহায় মানুষগুলোকে কেন দূরে সরিয়ে দিচ্ছেন কঙ্গনা৷ কঙ্গনার পোস্টের প্রতিবাদ করেছেন দিলজিত দোসঞ্জ, রিচা চাড্ডা, স্বারা ভাস্করও৷ যদিও থেমে থাকেননি কঙ্গনা৷ তিনি পাল্টা দিলজিতকে করণ জোহরের পোষ্য বলে আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷