খাবার জোগাতে করেন সিকিওরিটি গার্ডের কাজ, সেই সাভি সিধুকে ফিল্মের অফার দিল মিকা সিং
Last Updated:
#মু্ম্বই: কথায় বলে ‘কষ্ট করলে কেষ্ট মেলে’৷ এই ঘটনা সামনে আসতেই তা আরও একবার প্রমাণিত হল ৷ বোঝা গেল সত্যিই অপেক্ষার অবসান হয় ৷ ঠিক যেমনটা হল বলিউড অভিনেতা সাবি সাধুর ক্ষেত্রে ৷ খাবার জোগাড় করতে নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন এই অভিনেতা ৷ তবে স্বপ্ন ছিল যে, তিনি একটা সময় আবার বলিউড থেকে ডাক পাবেন ৷ তবে কোনও শখে তিনি নিরাপত্তারক্ষীর কাজ বেছে নেননি ৷ খাবার জোগাড় করতে বেছে নিয়েছিলেন এই কাজ ৷
এ বার সেই সাবি সাধুকে ছবিতে অভিনয় করার অফার দিয়েছেন গায়ক মিকা সিং ৷ গায়ক তাঁর প্রোডাকশনের আপকামিং ছবি ‘আদত’ নামে একটি ছবিতে সাধুকে কাজ করার প্রস্তাব দিয়েছেন ৷ যে ছবিটিতে বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন ৷
বলিউডে ‘গুলাল’,‘পাতিয়ালা হাউজ’,‘বেভাকুফিয়াঁ’র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷ তবে ভাগ্য এমন পরিহাস, তাঁকে কাজ করতে হচ্ছে নিরাপত্তাকর্মী হিসেবে ৷ সম্প্রতি ফিল্মি কানেকশন ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন ৷ যেখানে সভি সিধুর জীবনের কাহিনি উঠে এসেছে ৷
advertisement
advertisement
শুরুটা হয়েছিল চণ্ডীগড়ে ৷ সেখানে তিনি মডেলিং দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ৷ এরপর লখনউয়ে ফিরে আসেন সাভি ৷ লখনউয়ে আইন নিয়ে ডিগ্রি করতে ফিরে আসেন তিনি ৷ সে সময়ই থিয়েটারে অভিনয় করা শুরু করেন এই অভিনেতা ৷ অনুরাগ কাশ্যপ তাঁকে প্রথম ‘পাঁচ’নামে একটি ছবিতে সাইন করেন ৷ কিন্তু সেই ছবি আর মুক্তি পায়নি ৷ এর বাদেও উনি তাঁকে ‘ব্ল্যাক ফ্রাই ডে’তে নিয়েছিলেন ৷ সেই ছবিতে কমিশনার শর্মার চরিত্রে অভিনয় করেন তিনি ৷ এরপর গুলালেও অভিনয় করেন সাভি ৷ এরপর যশরাজ ফিল্মসের হয়েও কাজ করেন তিনি ৷
advertisement
তবে ধীরে ধীরে তাঁর জীবনে অভাব দেখা যায় ৷ শরীরও আর দিচ্ছিল না ৷ সাভি জানিয়েছেন, ‘‘সব থেকে দুঃসময় ছিল তখন, যখন আমি আমার স্ত্রীকে হারিয়েছিলাম ৷ একই সঙ্গে তাঁর বাবা-মাও প্রাণ হারান ৷ ধীরে ধীরে একা হয়ে পড়েন তিনি ৷ এরপরেই তিনি সিকিওরিটি গার্ডের কাজ বেছে নেন ৷ একটি হাউজিং সোস্যাইটিতে ১২ ঘণ্টার শিফটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন সাভি সিধু ৷ এখনও তিনি আশা ছাড়েননি ৷ এখন তাঁর দু’চোখ জুড়ে স্বপ্ন-ফের বলিউড থেকে ডাক আসবে, একটা ভাল চরিত্র করার ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2019 9:17 PM IST