খাবার জোগাতে করেন সিকিওরিটি গার্ডের কাজ, সেই সাভি সিধুকে ফিল্মের অফার দিল মিকা সিং

Last Updated:
#মু্ম্বই: কথায় বলে ‘কষ্ট করলে কেষ্ট মেলে’৷ এই ঘটনা সামনে আসতেই তা আরও একবার প্রমাণিত হল ৷ বোঝা গেল সত্যিই অপেক্ষার অবসান হয় ৷ ঠিক যেমনটা হল বলিউড অভিনেতা সাবি সাধুর ক্ষেত্রে ৷ খাবার জোগাড় করতে নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন এই অভিনেতা ৷ তবে স্বপ্ন ছিল যে, তিনি একটা সময় আবার বলিউড থেকে ডাক পাবেন ৷ তবে কোনও শখে তিনি নিরাপত্তারক্ষীর কাজ বেছে নেননি ৷ খাবার জোগাড় করতে বেছে নিয়েছিলেন এই কাজ ৷
এ বার সেই সাবি সাধুকে ছবিতে অভিনয় করার অফার দিয়েছেন গায়ক মিকা সিং ৷ গায়ক তাঁর প্রোডাকশনের আপকামিং ছবি ‘আদত’ নামে একটি ছবিতে সাধুকে কাজ করার প্রস্তাব দিয়েছেন ৷ যে ছবিটিতে বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন ৷
বলিউডে ‘গুলাল’,‘পাতিয়ালা হাউজ’,‘বেভাকুফিয়াঁ’র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷ তবে ভাগ্য এমন পরিহাস, তাঁকে কাজ করতে হচ্ছে নিরাপত্তাকর্মী হিসেবে ৷ সম্প্রতি ফিল্মি কানেকশন ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন ৷ যেখানে সভি সিধুর জীবনের কাহিনি উঠে এসেছে ৷
advertisement
advertisement
শুরুটা হয়েছিল চণ্ডীগড়ে ৷ সেখানে তিনি মডেলিং দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ৷ এরপর লখনউয়ে ফিরে আসেন সাভি ৷ লখনউয়ে আইন নিয়ে ডিগ্রি করতে ফিরে আসেন তিনি ৷ সে সময়ই থিয়েটারে অভিনয় করা শুরু করেন এই অভিনেতা ৷ অনুরাগ কাশ্যপ তাঁকে প্রথম ‘পাঁচ’নামে একটি ছবিতে সাইন করেন ৷ কিন্তু সেই ছবি আর মুক্তি পায়নি ৷ এর বাদেও উনি তাঁকে ‘ব্ল্যাক ফ্রাই ডে’তে নিয়েছিলেন ৷ সেই ছবিতে কমিশনার শর্মার চরিত্রে অভিনয় করেন তিনি ৷ এরপর গুলালেও অভিনয় করেন সাভি ৷ এরপর যশরাজ ফিল্মসের হয়েও কাজ করেন তিনি ৷
advertisement
তবে ধীরে ধীরে তাঁর জীবনে অভাব দেখা যায় ৷ শরীরও আর দিচ্ছিল না ৷ সাভি জানিয়েছেন, ‘‘সব থেকে দুঃসময় ছিল তখন, যখন আমি আমার স্ত্রীকে হারিয়েছিলাম ৷ একই সঙ্গে তাঁর বাবা-মাও প্রাণ হারান ৷ ধীরে ধীরে একা হয়ে পড়েন তিনি ৷ এরপরেই তিনি সিকিওরিটি গার্ডের কাজ বেছে নেন ৷ একটি হাউজিং সোস্যাইটিতে ১২ ঘণ্টার শিফটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন সাভি সিধু ৷ এখনও তিনি আশা ছাড়েননি ৷ এখন তাঁর দু’চোখ জুড়ে স্বপ্ন-ফের বলিউড থেকে ডাক আসবে, একটা ভাল চরিত্র করার ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
খাবার জোগাতে করেন সিকিওরিটি গার্ডের কাজ, সেই সাভি সিধুকে ফিল্মের অফার দিল মিকা সিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement