#MeeToo:‘ঘরে ডেকে ৪-৫ জনের সামনে মাসাজ করতে বলেছিলেন’,এবার অভিযুক্ত সুভাষ ঘাই

Last Updated:

এবার সুভাষের বিরুদ্ধে মুখ খুললেন মডেল অভিনেত্রী কেট শর্মাও ৷ পরিচালকের বিরুদ্ধে সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি ৷ কেট জানান, বারবার তাঁকে লঞ্চ করার কথা দিয়েও সে কথা রাখেননি সুভাষ ৷

#মুম্বই: একের পর এক চলছেই ৷ কখনও নায়ক, কখনও গায়ক, কখনও পরিচালক, কখনও বা রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ #MeeToo-এর তালিকা ক্রমশ লম্বা হয়েই চলেছে ৷ দীর্ঘদিনের জমে থাকা কষ্ট আর অভিযোগগুলো বন্যার জলের মতো বেরিয়ে আসছে হু হু করে ৷ একের পর এক বিস্ফোরক অভিযোগে ক্ষতবিক্ষত বলিউড ৷
নানা পাটেকর থেকে বিকাশ বহেল, হৃতিক রোশন থেকে সাজিদ খান...ছাড় পাচ্ছেন না কেউ ৷ এবার সেই তালিকায় আরও এক হেভি ওয়েট ৷ #MeeToo-র ঘরে ঢুকলেন পরিচালক সুভাষ ঘাইও ৷
কিছুদিন আগেই এক মহিলা সুভাষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ৷ তিনি বলেছিলেন, জনপ্রিয় ওই পরিচালক তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিলেন ৷ তারপর তাঁকে ধর্ষণও করা হয় ৷ সে সময় পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই বলেন, ‘‘এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে ৷ বহু বছরের পুরনো একটা ঘটনা টেনে এনে গল্প বানানো হচ্ছে ৷’’ আবার এএনআই-কে তিনি বলেন, ‘‘আমি প্রতিটি মহিলাকে সম্মান করি ৷’’
advertisement
advertisement
 কেটের লিখিত অভিযোগ ৷
কেটের লিখিত অভিযোগ ৷
এবার সুভাষের বিরুদ্ধে মুখ খুললেন মডেল অভিনেত্রী কেট শর্মাও ৷ পরিচালকের বিরুদ্ধে সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি ৷ কেট জানান, বারবার তাঁকে লঞ্চ করার কথা দিয়েও সে কথা রাখেননি সুভাষ ৷ উপরন্তু সব সময় তাঁকে একা বাড়িতে ডাকতেন, সমস্ত পার্টিতে তাঁর সঙ্গ চাইতেন সুভাষ ৷ এমনকি কেটকে প্রভাবিত করতে তাঁর জন্য একটি স্পেশ্যাল বার্থডে পার্টিও দিয়েছিলেন সুভাষ ৷ এরপর একদিন নিজের বাড়িতে কেটকে ডেকে পাঠান সুভাষ ৷ সে সময় ঘরে ৪-৫ জন ছিলেন ৷ সকলের সামনেই অভিনেত্রীকে বডি মাসাজ করে দিতে বলেন তিনি ৷ কেট জানান, ‘‘সেদিন তাই করতে বাধ্য হই ৷ ৭৩ বছরের এক ব্যাক্তিকে যতটা শ্রদ্ধা দেখিয়ে করা সম্ভব, সেটাই করেছিলাম ৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeeToo:‘ঘরে ডেকে ৪-৫ জনের সামনে মাসাজ করতে বলেছিলেন’,এবার অভিযুক্ত সুভাষ ঘাই
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement