#MeeToo:‘ঘরে ডেকে ৪-৫ জনের সামনে মাসাজ করতে বলেছিলেন’,এবার অভিযুক্ত সুভাষ ঘাই

Last Updated:

এবার সুভাষের বিরুদ্ধে মুখ খুললেন মডেল অভিনেত্রী কেট শর্মাও ৷ পরিচালকের বিরুদ্ধে সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি ৷ কেট জানান, বারবার তাঁকে লঞ্চ করার কথা দিয়েও সে কথা রাখেননি সুভাষ ৷

#মুম্বই: একের পর এক চলছেই ৷ কখনও নায়ক, কখনও গায়ক, কখনও পরিচালক, কখনও বা রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ #MeeToo-এর তালিকা ক্রমশ লম্বা হয়েই চলেছে ৷ দীর্ঘদিনের জমে থাকা কষ্ট আর অভিযোগগুলো বন্যার জলের মতো বেরিয়ে আসছে হু হু করে ৷ একের পর এক বিস্ফোরক অভিযোগে ক্ষতবিক্ষত বলিউড ৷
নানা পাটেকর থেকে বিকাশ বহেল, হৃতিক রোশন থেকে সাজিদ খান...ছাড় পাচ্ছেন না কেউ ৷ এবার সেই তালিকায় আরও এক হেভি ওয়েট ৷ #MeeToo-র ঘরে ঢুকলেন পরিচালক সুভাষ ঘাইও ৷
কিছুদিন আগেই এক মহিলা সুভাষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ৷ তিনি বলেছিলেন, জনপ্রিয় ওই পরিচালক তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিলেন ৷ তারপর তাঁকে ধর্ষণও করা হয় ৷ সে সময় পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই বলেন, ‘‘এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে ৷ বহু বছরের পুরনো একটা ঘটনা টেনে এনে গল্প বানানো হচ্ছে ৷’’ আবার এএনআই-কে তিনি বলেন, ‘‘আমি প্রতিটি মহিলাকে সম্মান করি ৷’’
advertisement
advertisement
 কেটের লিখিত অভিযোগ ৷
কেটের লিখিত অভিযোগ ৷
এবার সুভাষের বিরুদ্ধে মুখ খুললেন মডেল অভিনেত্রী কেট শর্মাও ৷ পরিচালকের বিরুদ্ধে সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি ৷ কেট জানান, বারবার তাঁকে লঞ্চ করার কথা দিয়েও সে কথা রাখেননি সুভাষ ৷ উপরন্তু সব সময় তাঁকে একা বাড়িতে ডাকতেন, সমস্ত পার্টিতে তাঁর সঙ্গ চাইতেন সুভাষ ৷ এমনকি কেটকে প্রভাবিত করতে তাঁর জন্য একটি স্পেশ্যাল বার্থডে পার্টিও দিয়েছিলেন সুভাষ ৷ এরপর একদিন নিজের বাড়িতে কেটকে ডেকে পাঠান সুভাষ ৷ সে সময় ঘরে ৪-৫ জন ছিলেন ৷ সকলের সামনেই অভিনেত্রীকে বডি মাসাজ করে দিতে বলেন তিনি ৷ কেট জানান, ‘‘সেদিন তাই করতে বাধ্য হই ৷ ৭৩ বছরের এক ব্যাক্তিকে যতটা শ্রদ্ধা দেখিয়ে করা সম্ভব, সেটাই করেছিলাম ৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeeToo:‘ঘরে ডেকে ৪-৫ জনের সামনে মাসাজ করতে বলেছিলেন’,এবার অভিযুক্ত সুভাষ ঘাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement