সোনিয়া গান্ধির চরিত্রে অভিনয় করছেন এই জার্মান অভিনেত্রী, কে ইনি চিনে নিন
Last Updated:
#মুম্বই: হনসল মেহতার আপকামিং ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুপম খের ৷ এই মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন অনুপম খের ৷ বর্ষীয়ান এই অভিনেতার সেই লুক চমকে দিয়েছিল সকলকে ৷ এ বার প্রকাশ্যে এল সোনিয়া গান্ধির চরিত্রে অভিনয় করছেন যে অভিনেত্রী তাঁর লুক ৷
জানা যাচ্ছে সোনিয়া গান্ধির চরিত্রে যে অভিনেত্রী অভিনয় করতে চলেছেন তিনি এ দেশের নয় ৷ আদতে তিনি জার্মানের বাসিন্দা ৷ নাম সুজান বার্নার্ট ৷
আগামী ১৩ এপ্রিল এই ছবির শুটিং শুরু হবে ইংল্যান্ডে ৷ আর ছবির টিমের সঙ্গে যোগ দিতে আগামী ১১ এপ্রিল রওনা দেবেন এই অভিনেত্রী ৷ সুজান নিজেই একটি ট্যুইট করে এই খবরটি দিয়েছেন ৷
advertisement
advertisement
আসুন এ বার জেনে নেওয়া যাক-এই অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য-
প্রায় দশ বছর ধরে ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত সুজান বার্নার্ট। বিদেশে অভিনয় শিক্ষা সম্পূর্ণ করে তিনি ২০০৩ সালে একটি ভারতীয় ছবিতে অভিনয় করেন। যদিও সে ছবিটি এখনও রিলিজ হয়নি। এর পর ২০০৫ সালে তিনি মুম্বইতে আসেন।
advertisement
ধীরে ধীরে বি-টাউন থেকে টেলি জগতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ ‘হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘নো প্রবলেম’-সহ বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন। মরাঠি এবং বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘ইতি মৃণালিনী’-র জুলিয়া ক্যাম্পবেলকে মনে আছে? তিনিই এই সুজান।
আরও একটি সাম্প্রতিক বাংলা ছবির কথা মনে করুন— নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রামধনু’। ছবিতে ‘জেনিফার’-এর চরিত্রে অভিনয় করেছিলেন সুজান। টেলিভিশনে তাঁর প্রথম বড় প্রোজেক্ট ছিল ‘কসৌটি জিন্দেগি কি’। এই টেলিসিরিজে তিনি ‘ডরিস বজাজ’ চরিত্রে অভিনয় করেন।
advertisement
প্রসঙ্গত, সুজান হলেন বিখ্যাত অভিনেতা অখিল মিশ্রের স্ত্রী। টেলিভিশনের পাশাপাশি থিয়েটারেও অভিনয় করেন সুজান। অখিল ও সুজানের দলের নাম ‘ভিজেতা’। বেশ কিছুদিন হল টেলিভিশনে আর একটি বড় প্রজেক্টে কাজ করছেন সুজান। ‘চক্রবর্তীন অশোকা সম্রাট’-এ হেলেন চরিত্রের অভিনেত্রী তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2018 3:05 PM IST