#লাহৌর: তাঁর শরীরী বিভঙ্গ আর উষ্ণ আবেদনে পাকিস্তানের পাশাপাশি মজেছিল ভারতও ৷ এর পাশাপাশি সিলভার স্ক্রিনে তাঁর বোল্ড অবতারের জন্যও কম বিতর্ক ছড়াননি তিনি ৷ একটা সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পাক অভিনেত্রী ইরতিজা রুবার ৷ তিনি পরিচিত মীরা নামেই ৷ এমনকী অস্মিত পটেলের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর ৷
আজ থেকে ন’বছর আগে লাহৌরের ব্যবসায়ী আতিকুর রহমান দাবি করেছিলেন ৷ এ নিয়ে একটি মামলাও করেছিলেন তিনি ৷ কিন্তু মীরা তা অস্বীকার করেছিলেন।
অবশেষে লাহৌর আদালত রায় দিয়েছেন আতিকুর রহমানের সঙ্গেই মীরার বিয়ে হয়েছিল। এবং আতিকুর রহমান তার ও মীরার যে নিকাহনামা দেখিয়েছেন তা খাঁটি এবং বৈধ। মীরা তাঁর বিরুদ্ধে নিকাহনামা জালিয়াতির যে অভিযোগ এনেছিলেন তাও খারিজ করে দেন আদালত।
তাঁদের বিয়ের নিবন্ধন করেছিলেন আহমেদ আলি সাজিদ নামের যে কাজী তার সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই রায় দেন।
এই রায়ের ফল দাঁড়াল এই যে, অভিনেত্রী মীরা এখনো আইনগতভাবে আতিকুর রহামানের স্ত্রী। ফলে ক্যাপ্টেন নাভিদের সঙ্গে মীরার যে বিয়ে হয়েছে তা আইনগতভাবে প্রশ্নে মুখে পড়ল। ক্যাপ্টেন নাভিদের সঙ্গে একটি ‘বিতর্কিত ভিডিও ক্লিপ’ প্রকাশের পর তাকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছিলেন মীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Meera, Meera’s marriage, Pakistani Actress, মীরা