'সঞ্জু'-র সাফল্যে সুইমিং পুলে জলকেলি করছেন মান্যতা ! দেখুন ছবি

Manyata Dutt

Manyata Dutt

'সঞ্জু' এবার ৩০০ কোটি ক্লাবে, সুইমিং পুলে জলকেলি করছেন মান্যতা

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই:  বলিটাউন কাঁপিয়ে-দাপিয়ে বেরাচ্ছে 'সঞ্জু'! ১০ দিনে বক্স অফিসে ব্যবসা দিয়েছে ২৬৫.৪৮ কোটি টাকা। ২০০ পার করে এবার ৩০০ কোটির ক্লাবে ঢোকার অপেক্ষায় রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তর বায়োপিক।

    ছবির সাফল্যে বেজায় খুশি দত্ত পরিবার। আর তাই সেলিব্রেট করতে, ছেলে শাহরান ও মেয়ে ইকরাকে নিয়ে সিঙ্গাপুর উড়ে গেলেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা । গরমের ছুটিটা সেখানেই কাটানোর প্ল্যান। সুইউমিং পুলে জলকেলি থেকে অ্যামিউজমেন্ট পার্কে মজা...চুটিয়ে এনজয় করছেন তিনজন। ইনস্টাগ্রামে মান্যতা নিজেই পোস্ট করলেন কিছু ছবি--

    Photo Source: Instagaram/ Manyata Dutt Photo Source: Instagaram/ Manyata DuttPhoto Source: Instagaram/ Manyata Dutt Photo Source: Instagaram/ Manyata Dutt

    'সঞ্জু'তে মান্যতার চরিত্রে দেখা মিলেছে দিয়া মির্জার। বিস্বস্ত সূত্রের খবর, 'সঞ্জু'-তে নিজের জীবনের 'ভাল-খারাপ' দিকগুলো তুলে ধরার অনুমতি দিতে বেশি নয়, মাত্র ৯-১০ কোটি টাকা নিয়েছেন সঞ্জয় দত্ত। পাশাপাশি ছবির লভ্যাংশের একটা অংশও দাবি করেছেন তিনি। কিন্তু, সিঙ্গাপুরে মান্যতা ও ছেলে মেয়ের সঙ্গে দেখা গেল না সঞ্জু বাবাকে। অবশ্য, আগামী ছবি 'সাহেব, বিবি ও গ্যাংস্টার'-এর মুক্তি নিয়ে খুব ব্যস্ত রয়েছেন মুন্না ভাই। সেইজন্যই বোধহয় সময় বের করতে পারলেন না!

    First published:

    Tags: Enjoying holiday, Manyata Dutt, Sanjay Dutt, Sanju, Singapore, Success