'সুশান্তের ধারেকাছেও আমি নেই', এমন কেন বললেন মনোজ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
সুশান্তের সিং রাজপুতের মৃত্যু বলিউডে এক বিরাট প্রভাব ফেলে। অভিনেতার মৃত্যু তদন্ত এখনও চলছে। কিন্তু সুশান্তের মৃত্যু শোক থেকে এখনও বেরোতে পারেননি তাঁর ঘনিষ্ঠ ও ভক্তরা। মনোজ বাজপায়ীও সুশান্তের ঘনিষ্ঠদের মধ্যেই একজন ছিলেন।
#মুম্বই: "সুশান্তের ধারে কাছেও আমি নেই"। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত সম্পর্কে এমনই বললেন অভিনেতা মনোজ বাজপায়ী।
সুশান্তের সিং রাজপুতের মৃত্যু বলিউডে এক বিরাট প্রভাব ফেলে। অভিনেতার মৃত্যু তদন্ত এখনও চলছে। কিন্তু সুশান্তের মৃত্যু শোক থেকে এখনও বেরোতে পারেননি তাঁর ঘনিষ্ঠ ও ভক্তরা। মনোজ বাজপায়ীও সুশান্তের ঘনিষ্ঠদের মধ্যেই একজন ছিলেন।
সোন চিড়িয়া ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেছিলেন মনোজ। সুশান্তের অভিনয়ের প্রশংসাও তাঁকে একাধিক বার করতে দেখা গিয়েছিল। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে সুশান্ত সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, "প্রতিভার দিক থেকে দেখতে হলে আমি সুশান্তের ধারে কাছে আসি না।"
advertisement
advertisement
সুশান্তের মৃত্যুর পরেও সরব হয়েছিলেন অভিনেতা মনোজ বাজপায়ী। সেই সময়ে নেপোটিজন বিতর্ক নিয়ে সরগরম ছিল বলিউড। মানুষের রোষাণলে পড়েছিল মুম্বইয়ের টিনসেল টাউন। তখন সংবাদমাধ্যমের কাছে মনোজ বলেছিলেন, "সুশান্তের মৃত্যুর পরে মানুষের এই রাগ এবং ক্ষোভের পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে। একটি ছবিকে হিট করানোর পিছনে যেমন মানুষের ভূমিকা থাকে। তাই তারা যখন প্রশ্ন করেন সে গুলির জবাব দেওয়াটাও জরুরি।"
advertisement
এছাড়াও তিনি বলেছিলেন, "আমাদের বন্ধু আর নেই। ইন্ডাস্ট্রির এবার আত্মসমীক্ষা করে দেখা উচিত। এটা শুধুমাত্র মৃত্যু নয়। যে মানুষ খুব ভালো কাজ করছিলেন তিনি নিজেকে সম্পূর্ণ শেষ করে দিলেন।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2021 9:46 PM IST