পরনে প্রায় দেড় লক্ষের শাড়ি, করোনার টিকা নেওয়ার পর কাজে ফিরলেন মাধুরী

Last Updated:

শোনা গিয়েছে ইস্পাতরঙা ওই শাড়ির দাম প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা । শাড়ির রঙের লম্বা হাতার ব্লাউজ এবং মানানসই রুপোর গয়না পরেছেন তিনি ।

মুম্বই : তাঁর দু দফা টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরে কাজে ফিরলেন মাধুরী দীক্ষিত । ইনস্টাগ্রামে জানিয়েছেন সে খবর । সঙ্গে শেয়ার করেছেন হাজার ওয়াটের দ্যুতি ছড়ানো নিজের ছবি ।
মনীশ মালহোত্রার নক্সা করা শাড়িতে ধরা দিয়েছেন পঞ্চাশোর্ধ্ব এই চিরতরুণী । শোনা গিয়েছে ইস্পাতরঙা ওই শাড়ির দাম প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা । শাড়ির রঙের লম্বা হাতার ব্লাউজ এবং মানানসই রুপোর গয়না পরেছেন তিনি । পায়ে হিলতোলা জুতো । সাজের সঙ্গী অবশ্যই তাঁর অদ্বিতীয় ভুবনমোহিনী হাসি । জানিয়েছেন, বিরতির পরে কাজে যোগ দিয়ে তিনি রোমাঞ্চিত । তাঁর ছবিতে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরাও ।
advertisement
মনীশ মালহোত্রার ডিজাইনে লক্ষাধিক টাকা মূল্য়ের শাড়িতে অনন্য়া মাধুরী, ছবি-ইনস্টাগ্রাম
advertisement
মনীশ মালহোত্রার ডিজাইনে লক্ষাধিক টাকা দামের শাড়িতে মোহময়ী মাধুরী, ছবি-ইনস্টাগ্রাম
এখন ইনস্টাগ্রামে ঝড় তুললেও দিন কয়েক আগে মাধুরী সমালোচিত হয়েছিলেন লেখিকা শোভা দে-র কলমে । অতিমারির মধ্যে মলদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন মাধুরী । তিনি একা নন । বলিউডের আরও বহু সেলেবই সেই প্রবাহে গা ভাসিযেছিলেন । সৈকতে অবসর যাপনের ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে । তালিকায় ছিলেন অনন্যা পাণ্ডে, তাপসী পন্নু, সারা আলি খান, কিয়ারা আডবাণী, হিনা খান, রাকুল প্রীত সিং, রণবীর সিং, আলিয়া ভট্ট-সহ অনেকেই । তাঁদের নাম না করে শোভা তাঁর শানিত ভাষায় বলেছিলেন, যাঁরা গোয়া, মলদ্বীপ-সহ বিভিন্ন নৈসর্গিক জায়গায় ছুটি কাটাচ্ছেন, তাঁদের মনে রাখতে হবে, এটা তাঁদের অবসর হলেও চারদিকে ভযাবহ অতিমারি চলছে. শোভার বক্তব্য ছিল, যাঁরা সুখী জীবনের ছবি এই সময়ে পোস্ট করছেন, তাঁরা নির্বোধ, অবিবেচক, অন্ধ ও বধির । কারণ ইনস্টাগ্রামের অনুগামী সংখ্যা বাড়ানোর সময় এটা নয় । সে সময় শোভা দে-এর সঙ্গে সরব হয়েছিলেন বহু নেটিজেনই ।
advertisement
বিতর্ক কাটিয়ে মাধুরী ইনস্টাগ্রামে ধরা দিয়েছেন স্বমহিমায় । কদিন পরেই চুয়ান্ন বছর বযস পূর্ণ করবেন তিনি । তবে তাঁর ইনস্টাগ্রাম বলছে, মাধুরী ম্যাজিকের বয়স বাড়ে না ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরনে প্রায় দেড় লক্ষের শাড়ি, করোনার টিকা নেওয়ার পর কাজে ফিরলেন মাধুরী
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement