করণ জোহরের 'লাস্ট স্টোরিজ'-এ স্বমেহনের দৃশ্যে লতার গান! ক্ষুব্ধ শিল্পীর পরিবার
Last Updated:
করণ জোহরের 'লাস্ট স্টোরিজ'-এ স্বমেহনের দৃশ্যে লতার গান! ক্ষুব্ধ শিল্পীর পরিবার
#মুম্বই: কিছুদিন আগের ঘটনা! ‘বীরে দি ওয়েডিং’-এ স্বরা ভাস্করের স্বমেহনের দৃশ্য নিয়ে বিপুল বিতর্কর ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। স্বরা অবশ্য থেমে থাকেননি। তিনি বিতর্কর পালটা উত্তর দিয়ে ট্যুইট করেছিলেন, ‘মনে হচ্ছে কোনো আইটি সেল এই সিনেমার টিকিটগুলো অথবা এই ট্যুইটগুলোকে স্পন্সর করছে!’
সেই বিতর্ক এখনও ফিকে হয়নি! তারমধ্যেই মাথা চাড়া দিল আরেক নয়া বিতর্ক! বিষয় অবশ্য এক! স্বমেহন! এবার বন্দুকের আগায় করণ জোহর। করণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’-এও রয়েছে স্বমেহনের একটি দৃশ্য। ওই শটে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে লতা মঙ্গেশকরের গাওয়া একটি বহুল পরিচিত গান। করণ জোহরের ২০০১ সালের ব্লকবাস্টার ছবি ‘কভি খুশি কভি গম’-এর টাইটেল ট্র্যাক। স্বমেহনের দৃশ্যে কেন লতা মঙ্গেশকরের গান? এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন লতার পরিবারের সদস্যরাও।
advertisement
প্রযোজক রনি স্ক্রিউওয়ালা চারটে শর্ট ফিল্ম নিয়ে বানিয়েছেন ‘লাস্ট স্টোরিজ’। ছবিগুলি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় ও করণ জোহর। করণের ছবিটিতে এক সদ্য বিবাহিতার চরিত্রে দেখা মিলবে কিয়ারা আদবানির। রয়েছেন নেহা ধুপিয়া, ভিকি কৌশলও।
advertisement
সেখানেই একটি দৃশ্যে স্বমেহন করতে দেখা যাচ্ছে কিয়ারাকে আর আবহে ‘কভি খুশি কভি গম’-এর টাইটেল ট্র্যাক। শিল্পীর পরিবারের এক সদস্য প্রশ্ন তুলেছেন, গানটিতে ভজনেরও প্রভাব রয়েছে, তা ছাড়া গানটি গেয়েছেন লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তি শিল্পী। কেন এমন একটি ‘অস্বস্তিকর’ দৃশ্যে করণ ওই গান ব্যবহার করলেন?
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2018 11:07 AM IST