করোনা লুকিয়েছিলেন! বলিউড গায়িকা কনিকাকে এ বার জেরা করবে পুলিশ

Last Updated:

লখনউ পুলিশ সূত্রের খবর, কনিকার আইসোলেশন পিরিয়ড শেষ হলেই তাঁকে জেরা করবে পুলিশ৷ করোনা আক্রান্ত জেনেও লন্ডন থেকে ফিরে ট্র্যাভেল হিস্ট্রি লুকনো ও জাঁকজমক পার্টির আয়োজন করার অভিযোগে, তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয় লখনউয়ে৷

#নয়াদিল্লি: করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে ছিলেন বলিউড গায়িকা কনিকা কাপুর৷ অবশেষে সেরে উঠছেন৷ গত সপ্তাহে টেস্টের পরে তাঁর শরীরে করোনা নেগেটিভ পাওয়া গিয়েছে৷ যদিও হাসপাতাল তাঁকে ছেড়ে দিয়েছে৷ কিন্তু তাঁকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে৷ এ বার কনিকাকে জেরা করার তোড়জোড় শুরু করল লখনউ পুলিশ৷
কনিকা কাপুর কনিকা কাপুর
লখনউ পুলিশ সূত্রের খবর, কনিকার আইসোলেশন পিরিয়ড শেষ হলেই তাঁকে জেরা করবে পুলিশ৷ করোনা আক্রান্ত জেনেও লন্ডন থেকে ফিরে ট্র্যাভেল হিস্ট্রি লুকনো ও জাঁকজমক পার্টির আয়োজন করার অভিযোগে, তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয় লখনউয়ে৷ ধারা ২৬৯ ও ধারা ২৭০ ধারায় মামলা রয়েছে কনিকার বিরুদ্ধে৷ সংক্রমণজনিত কোনও রোগ ছড়িয়ে জনতার জীবন সংশয়ে ফেলার অপরাধে এই দুই ধারায় মামলা হয়৷
advertisement
advertisement
ইনস্টাগ্রামে পোস্ট করে কনিকা জানিয়েছিলেন, তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ৷ পরে তা ডিলিট করেন৷ তিনি লিখেছিলেন, '১০ দিন আগে আমায় এয়ারপোর্টে স্ক্যান করা হয়৷ তখন সব কিছু নর্মাল ছিল৷ ৪ দিন আগে আমার উপসর্গ দেখা দিতে শুরু করেছে৷ তবে ঠিক আছি৷'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা লুকিয়েছিলেন! বলিউড গায়িকা কনিকাকে এ বার জেরা করবে পুলিশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement