তাঁর সুরে ভেসেছিল আসমুদ্র হিমাচল, শুনে নিন সুরকার খৈয়ামের অবিস্মরণীয় কিছু সৃষ্টি...

Last Updated:

মাত্র ১৭ বছরে লুধিয়ানাতে কাজ শুরু করেছিলেন তিনি ৷ প্রথম সুযোগই পেয়েছিলেন উমরাও জান-ছবিতে কাজ করার সুযোগ। তাঁর জীবনের সেরা কিছু গানের লিঙ্ক রইল আপনাদের জন্য-

#মুম্বই: চলে গেলেন তিনি ৷ কিন্তু রয়ে গেল তাঁর তৈরি করা অমর কিছু সুর ৷ 'কভি কভি' ও 'উমরাও জান'-এর মতো ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন মহম্মদ জাহুর খৈয়াম হাসমি ৷ তাঁর সেই সুরের পেলবতায় বুঁদ হয়ে গিয়েছিলেন শ্রোতারা ৷ ৯২ বছর বয়সে স্ত্রী জগজিৎ কউরকে রেখে চলে গেলেন সেই প্রবাদপ্রতীম সুরকার ৷
এদিন রাত সাড়ে ৯ টা নাগাদ মৃত্যু হয় তাঁর। গত ১৫ অগাস্ট ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের সুজয় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন খৈয়ামের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। শেষ পর্যন্ত সোমবার হাসপাতালের তরফে নিশ্চিত করে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷
মাত্র ১৭ বছরে লুধিয়ানাতে কাজ শুরু করেছিলেন তিনি ৷ প্রথম সুযোগই পেয়েছিলেন উমরাও জান-ছবিতে কাজ করার সুযোগ। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ ১৯৭৭-এ ‘কভি কভি’র জন্য সেরা সঙ্গীতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি ৷ ১৯৮২-তে পান ‘উমরাও জান’-এর জন্য ৷ ২০১০-এ পেয়েছিলেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ৷ ২০১১ সালে পেয়েছিলেন পদ্ম ভূষণ সম্মান ৷ এছাড়াও চার বার ফিল্মফেয়ার বেস্ট মিউজিকের জন্য মনোনীত হয়েছিলেন তিনি ৷
advertisement
advertisement
তাঁর জীবনের সেরা কিছু গানের লিঙ্ক রইল আপনাদের জন্য-
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তাঁর সুরে ভেসেছিল আসমুদ্র হিমাচল, শুনে নিন সুরকার খৈয়ামের অবিস্মরণীয় কিছু সৃষ্টি...
Next Article
advertisement
West Bengal Weather Update: পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে
পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে
  • পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ

  • বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement