corona virus btn
corona virus btn
Loading

তাঁর সুরে ভেসেছিল আসমুদ্র হিমাচল, শুনে নিন সুরকার খৈয়ামের অবিস্মরণীয় কিছু সৃষ্টি...

তাঁর সুরে ভেসেছিল আসমুদ্র হিমাচল, শুনে নিন সুরকার খৈয়ামের অবিস্মরণীয় কিছু সৃষ্টি...

মাত্র ১৭ বছরে লুধিয়ানাতে কাজ শুরু করেছিলেন তিনি ৷ প্রথম সুযোগই পেয়েছিলেন উমরাও জান-ছবিতে কাজ করার সুযোগ। তাঁর জীবনের সেরা কিছু গানের লিঙ্ক রইল আপনাদের জন্য-

  • Share this:

#মুম্বই: চলে গেলেন তিনি ৷ কিন্তু রয়ে গেল তাঁর তৈরি করা অমর কিছু সুর ৷ 'কভি কভি' ও 'উমরাও জান'-এর মতো ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন মহম্মদ জাহুর খৈয়াম হাসমি ৷ তাঁর সেই সুরের পেলবতায় বুঁদ হয়ে গিয়েছিলেন শ্রোতারা ৷ ৯২ বছর বয়সে স্ত্রী জগজিৎ কউরকে রেখে চলে গেলেন সেই প্রবাদপ্রতীম সুরকার ৷ এদিন রাত সাড়ে ৯ টা নাগাদ মৃত্যু হয় তাঁর। গত ১৫ অগাস্ট ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের সুজয় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন খৈয়ামের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। শেষ পর্যন্ত সোমবার হাসপাতালের তরফে নিশ্চিত করে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ মাত্র ১৭ বছরে লুধিয়ানাতে কাজ শুরু করেছিলেন তিনি ৷ প্রথম সুযোগই পেয়েছিলেন উমরাও জান-ছবিতে কাজ করার সুযোগ। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ ১৯৭৭-এ ‘কভি কভি’র জন্য সেরা সঙ্গীতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি ৷ ১৯৮২-তে পান ‘উমরাও জান’-এর জন্য ৷ ২০১০-এ পেয়েছিলেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ৷ ২০১১ সালে পেয়েছিলেন পদ্ম ভূষণ সম্মান ৷ এছাড়াও চার বার ফিল্মফেয়ার বেস্ট মিউজিকের জন্য মনোনীত হয়েছিলেন তিনি ৷

তাঁর জীবনের সেরা কিছু গানের লিঙ্ক রইল আপনাদের জন্য-

First published: August 20, 2019, 12:06 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर