আমার কাছে মনের মতো একটা চরিত্র চেয়েছিলেন, আক্ষেপ সেই কাজটা আর হল না : লীনা গঙ্গোপাধ্যায়

গৌতম দে’র স্মরণে লীনা গঙ্গোপাধ্যায় ৷-ফাইল চিত্র ৷

গৌতম দে’র স্মরণে লীনা গঙ্গোপাধ্যায় ৷-ফাইল চিত্র ৷

  • Last Updated :
  • Share this:

    কলকাতা: চিত্রনাট্যকার ও পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বহুদিন ধরে কাজ করছিলেন প্রয়াত অভিনেতা গৌতম দে ৷ লীনাদেবীর প্রায় সব ধারাবাহিকেই এই অভিনেতাকে দেখা গিয়েছে ৷ প্রচন্ডভাবে গৌতমবাবুকে নির্ভর করতেন তিনি ৷ গৌতম দে’র মৃত্যুর খবর পেয়ে স্মৃতিগুলো যেন ভিড় করে এল ৷ স্মৃতির পাথা উজাড় করে দিলেন লীনা গঙ্গোপাধ্যায় ৷

    ‘‘গৌতম দা কিছুদিন ধরেই কবিতা লিখছিলেন ৷ কবিতাগুলো লিখে তিনি প্রথমে আমাকেই শোনাতেন ৷ আমি একটু আধটু লিখি তো ৷ সেই কারণেই ৷ আর এই লেখাগুলোর মধ্যে অদ্ভুতভাবে মৃত্যু চেতনা আসছিল ঘুরে ফিরে ৷ চলে যাওয়ার একটা কথা ছিল ৷ আমি একদিন তাই জিজ্ঞাসা করছিলাম-আপনি এত হাসি-খুশি মানুষ ৷ আপনার ভিতরে কীসের দুঃখ? এমন চলে যাওয়ার কবিতা লেখেন কেন ? উনি হেসেছিলেন ৷ সেইটা কিছুদিন ধরেই আমার মাথায় স্ট্রাইক করছিল ৷ আমার মনে হয়, উনি হয়তো চলে যাওয়ার একটা আভাস পাচ্ছিলেন ৷ তখনও কিন্তু তাঁর যে এমন গভীর অসুখ রয়েছে সেই কথা জানা ছিল না ৷’’

    আরও পড়ুন: নিজের চোখে দেখেছি, প্রচণ্ড অসুস্থতা নিয়েই শুটিং করে গিয়েছেন : দিতিপ্রিয়া রায়

    ‘‘এখন কত কথা মনে পড়ে যাচ্ছ ’’আবার বলা শুরু করলেন লেখিকা ৷ ‘‘আমি তখনও ইন্ডাস্ট্রিতে আসিনি ৷ ব্যাঙ্কের সূত্রে ওঁনার সঙ্গে আলাপ ৷ তখন গৌতম দা ব্যাঙ্কে কাজ করতেন ৷ তারপর থেকে অনেক কাজ হয়েছে একসঙ্গে ৷ খুব ঝলমলে একজন ৷ সবার সঙ্গে মিলেমিশে কাজ করতেন ৷ জুনিয়রদের সঙ্গেও তিনি মজায় মেতে থাকতেন ৷ কক্ষনত ওঁনার কোনও দাবি ছিল না ৷ একবার ৷ একবারই গৌতমদা ফোন করে আমায় অ্যাপয়ন্টমেন্ট নিয়েছিলেন ৷ বলেছিলেন, আমি আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই ৷ ভেবেছিলাম হয়তো কাজ নিয়ে কোনও সমস্যা হচ্ছে ৷ উনি দেখা করে বললেন, আমার একটা ভাল চরিত্র করার খিদে রয়েছে ৷ আপনি আমায় একবার আমায় নিয়ে ভাবতে পারেন ৷ একটু অন্যরকম কাজ করতে চাই ৷ নেগেটিভ চরিত্র হলেও কোনও অসুবিধে নেই ৷ তবে, শেষ পর্যন্ত তাঁর সঙ্গে সেই কাজটা কিন্তু আমার হয়ে ওঠেনি ৷ সেই আক্ষেপটা রয়েই গেল ৷’’

    আরও পড়ুন: অভিনেতা গৌতম দে প্রয়াত

    খানিকটা থামলেন লীনাদেবী ৷ আবার বলা শুরু করলেন,‘‘আরেকটা আক্ষেপ রয়েছে ৷ প্রতিবার লক্ষ্মীপুজোয় উনি আমার বাড়িতে আসতেন ৷ সবার আগেই আসতেন ৷ পুজো দেখতেন ৷ ভিড় হওয়ার আগেই চলে যেতেন ৷ গৌতম দা বলতেন, আপনি যদি কোনও বছর আমাকে নিমন্ত্রণ নাও করেন, তবুও আমি আসব ৷ আর গৌতম দা যখন তাঁর মেয়ের বিয়েতে আমায় নিমন্ত্রণ করেছিলেন আমি যেতে পারিনি ৷ এই আফসোসটা আজ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ৷ মনে হচ্ছে, এত কাজের মধ্যে যদি একটু সময় বের করতে পারতাম! উনি আমায় নিমন্ত্রণ করতে এসে বলেছিলেন-আমি প্রতিবার আপনার বাড়িতে লক্ষ্মীপুজোয় আসি ৷ আমার মেয়ের বিয়েতে আপনার আসা চাই কিন্তু ৷ আমি যেতেই পারলাম না!

    First published:

    Tags: Gautam Dey, Leena Gangopadhyay, Passed Away