#মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘পানিপথ’ ৷ অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে পার্বতী বাঈয়ের চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছেন কৃতী ৷ ‘হাউসফুল ৪’-এও তাঁকে দেখা গিয়েছে ৷ সামনে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে হাতে ৷ তারমধ্যেই নায়িকার ঘরে এল নতুন সদস্য ৷ আর সেই নতুন সদস্যকে নিয়ে অত্যন্ত খুশি কৃতী আর তাঁর বোন নুপূর শ্যানন ৷ আর খুশি হবেন নাই বা কেন ? খুদে সেই সদস্য এতটাই মিষ্টি যে তাকে দেখলে প্রেমে না পড়ে থাকাই দায় ৷ খুদে শরীরটা ঘন ব্রাউন কোঁকড়ানো লোমে ঢাকা ৷ এবার বুঝলেন তো ৷ সেই সদস্য আসলে একটি মিষ্টি পাপ্পি ৷ ইতিমধ্যেই বুই বোন মিলে সেই কুকুরছানার নাম দিয়ে ফেলেছেন ৷ কৃতী-নুপূরের পোষ্যের নাম ফিবি ৷ তবে নতুন সেই মেম্বার তাঁদের গার্লফ্রেন্ড হবে নাকি বোন হবে তা নিয়ে এখনও দ্বন্দ্বে কৃতী-নুপূর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kriti Sanon, Nupur Sanon