ঝগড়ার পরে কি ফের মিল! কার্তিক-জাহ্নবীর মান-অভিমান পর্ব দেখে অবাক নেটিজেন

Last Updated:

দিনকয়েক আগে পর্যন্ত খবর ছিল, এক অন্যের বেশ ঘনিষ্ঠ কার্তিক ও জাহ্নবী। কিন্তু হঠাৎই অঘটন ঘটে। শোনা যায়, দু’জনের নাকি মেলামেশা বন্ধ। ঝগড়া এই পর্যায়ে পৌঁছে যায় যে, পরস্পরকে ইনস্টাগ্রামে ব্লক করে, আনফলো করে দেন দুই বলি-সেলেব।

#মুম্বই: বলিউডের এই দুই তারকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে বর্তমানে দারুণ বিভ্রান্তিতে ফ্যানেরা। দোস্তানা ২ (Dostana 2)-এর সূত্রে বেশ কয়েকদিন ধরে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor) নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মাঝে আবার ঝগড়ার খবর মেলে। এমনকি ইনস্টাগ্রামে (Instagram) একে অন্যকে আনফলো করে দেন তাঁরা। কিন্তু ফের ফলো করে বসলেন একে অপরকে। হচ্ছেটা কী? আপাতত সেই ধাঁধায় আটকে পড়েছেন ফ্যানেরা।
সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে সামনে এসেছে এই খবর। দিনকয়েক আগে পর্যন্ত খবর ছিল, এক অন্যের বেশ ঘনিষ্ঠ কার্তিক ও জাহ্নবী। কিন্তু হঠাৎই অঘটন ঘটে। শোনা যায়, দু’জনের নাকি মেলামেশা বন্ধ। ঝগড়া এই পর্যায়ে পৌঁছে যায় যে, পরস্পরকে ইনস্টাগ্রামে ব্লক করে, আনফলো করে দেন দুই বলি-সেলেব। এই ঘটনায় মন ভেঙে যায় ফ্যানেদের। কোনও কারণও জানা যায়নি। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের এক হয়েছেন দুই তারকা। ইনস্টাগ্রামে ফের একে অন্যকে ফলো করতে শুরু করেছেন কার্তিক ও জাহ্নবী। তবে হঠাৎ করে জাহ্নবীর থেকে দূরে যাওয়া আর ফের কাছে আসার কারণ কী, তা এখনও জানা যায়নি। মাঝে কি অন্য কোনও ঘটনা ঘটেছিল? তা জানা নেই। তবে প্রেমে মান-অভিমানের পর্ব মিটেছে বলেই বোঝা যাচ্ছে!
advertisement
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে দোস্তানা ২ ছবির শ্যুটিং ঘিরে কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বিটাউনে। গোয়া থেকে এই জুটির ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরের দিকে কার্তিক, জাহ্নবী ও তাঁর বোন খুশিকে মুম্বই এয়ারপোর্টেও দেখা গিয়েছিল। এর পর থেকেই ফ্যানেদের মধ্যে জল্পনা বাড়তে শুরু করেছিল। তবে বছর খানেক আগে আবার ছবিটা অন্যরকম ছিল। শোনা গিয়েছিল, লাভ আজ কাল (Love Aaj Kal)-এর কো-স্টার সারা আলি খানকে (Sara Ali Khan) ডেট করছেন কার্তিক। অন্য দিকে, জাহ্নবীর প্রেমে মজেছিলেন ঈশান খট্টরের (Ishaan Khatter)। আপাতত পরিস্থিতি অন্যরকম!
advertisement
advertisement
শোনা যাচ্ছে, কোভিড বিধিনিষেধ শিথিল হলে ফেব্রুয়ারি থেকে ব্রিটেনে শুরু হবে দোস্তানা ২-এর কাজ। তবে দোস্তানা ২ ছাড়াও ধামাকা-য় (Dhamaka) একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে কার্তিককে। ২০১৪ সালে রিলিজ করেছিল সুপারহিট দক্ষিণ কোরিয়ান সিনেমা দ্য টেরর লাইভ (The Terror Live)। সেই সিনেমারই অফিসিয়াল রিমেক ধামাকা। অন্য দিকে বেশ কয়েকটি প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবীও। রুহি আফজানা (Roohi Afzana) ও গুড লাক জেরি (Good Luck Jerry) নামে দু'টি সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঝগড়ার পরে কি ফের মিল! কার্তিক-জাহ্নবীর মান-অভিমান পর্ব দেখে অবাক নেটিজেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement