#মুম্বই: করিনা কাপুর খান। বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন। করিনা কাপুর খান তাঁর পরিবারের প্রথা মেনেই হেঁটেছেন বলিউডের পথে। নিজের কাজ দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। একের পর এক ভাল ছবি করাতে করিনার জুরি মেলা ভার। শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে আমির খান বা অক্ষয় কুমার কিংবা শাহিদ কাপুর বলিউডের সব নায়কের সঙ্গেই ভাল ছবি রয়েছে করিনার। তবে সইফ আলি খানকে বিয়ে করার পর অনেকটাই কমিয়ে ছিলেন কাজ। তার উপর আবার রয়েছে তাঁর মিষ্টি ছেলে তৈমুর! তবে করিনা তাঁর জীবন নিয়ে সব সময় খুবই ভেবে চিন্তে কাজ করেন।এই যেমন সোশ্যাল মিডিয়ায় এতদিন কোনও অ্যাকাউন্ট খোলেননি করিনা। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রাম তিনি করিনা কাপুর খান নামে একটি প্রোফাইল খোলেন। নিজের ছোটবেলার ছবি প্রোফাইল পিকচার করেন তিনি। করিনার অ্যাকাউন্ট দেখেই তাঁর ফ্যানেরা রাতারাতি তাঁকে ফলো করতে শুরু করেন। এবং একদিনের মধ্যে তাঁর ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়ায় ১.১ মিলিয়নে। তবে করিনা তাঁর প্রোফাইল থেকে নিজে ফলো করেছেন মাত্র সাতজনকে। পোস্ট করেছেন চারটি ছবি। যার মধ্যে একটি তৈমুরের।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Instagram, Kareena Kapoor Khan