সিঁথিতে চওড়া সিঁদুর, করবা চৌথ পালন করলেন খান ঘরণী করিনা
Last Updated:
গতকাল ছিল করবা চৌথ ৷ মুসলমান পরিবারে বিয়ে হলেও হিন্দু রীতি রেওয়াজ এখনও মেনে চলার চেষ্টা করেন করিনা ৷
#মুম্বই: কাপুর খানদানের স্টানিং বিউটি তিনি ৷ ২০০০ সালে ‘রিফিউজি’ দিয়ে বলিউডে পা ৷ তারপর থেকে ১৮ বছর ধরে স্টেডিলি ব্যাটিং করে চলেছেন সকলের প্রিয় বেবো ৷ অভিনয় থেকে মডেলিং, বিজ্ঞাপন থেকে ফ্যাশন...সবেতেই করিনা-রাজ ৷ এত বছর পরেও তাঁর ক্যারিশমা টসকায়নি এতটুকু ৷ ২০১২ তে সইফ আলি খানকে বিয়ে করে নবাব ঘরণী ৷ এরপর ২০১৬ সালে কোলে এল ছেলে তৈমুর ৷ জনপ্রিয়তায় সে আবার বাবা-মাকে অনেক পিছনে ফেলে এগিয়ে চলেছে ৷
গতকাল ছিল করবা চৌথ ৷ মুসলিম পরিবারে বিয়ে হলেও হিন্দু রীতি রেওয়াজ এখনও মেনে চলার চেষ্টা করেন করিনা ৷ আর তাই করবা চৌথের সব আচারও পালন করলেন নিষ্ঠা ভরে ৷
advertisement
সম্পূর্ণ দেশি অ্যাটায়ারে এদিন দুর্দান্ত লাগছিল বেবোকে ৷ পরেছিলেন লেমন ইয়েলো সালোয়ার কামিজ ৷ ভারি জারদৌসি কাজ করা সেই সালোয়ারের সঙ্গে ছিল ম্যাচিং স্টোন আর গোল্ডেনের জুয়েলারিও ৷ সিঁথিতে চওড়া সিঁদু আর একটু বড় টিপে করিনাকে একেবারে নববধূর মতোই লাগছিল ৷ বন্ধুদের সঙ্গে ব্রত পালন তো করলেনই, ক্যামেরার সামনে পোজ দিতেও ভুললেন না ৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2018 4:03 PM IST