কাপুর নয়, গোপনে রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করছেন আলিয়া, সাহায্য করছেন সইফ-পুত্র ইব্রাহিম!

Last Updated:

অতীতের বদলা নিতেই কী এ বার প্রেমিকের এক্সের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করলেন আলিয়া? বলিপাড়ায় নতুন এই সম্পর্কের সমীকরণ নিয়ে ইতিমধ্যেই বিপুল জলঘোলা হতে শুরু করে দিয়েছে ।

#মুম্বই: এটা কি অতীতের বদলা? বলিউডে জোড় গুঞ্জন! রণবীর কাপুরকে লুকিয়ে, গোপনে নাকি রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করছেন আলিয়া ভাট! আর তাঁদের সম্পর্কে অনুঘটকের কাজ করছেন সইফ-পুত্র ইব্রাহিম আলি খান । বলিপাড়ায় নতুন এই সম্পর্কের সমীকরণ নিয়ে ইতিমধ্যেই বিপুল জলঘোলা হতে শুরু করে দিয়েছে ।
এক সময় রণবীর কাপুরের সঙ্গে জমিযে প্রেম করেছিলেন দীপিকা পাড়ুকোন । মাখোমাখো সেই প্রেম কিন্তু বেশিদিন টেঁকেনি । শোনা যায়, ছোটে কাপুরের ‘প্লে-বয়’ স্বভাবের কারণেই সেই প্রেম ভেঙে যায় । তারপর দু’জনেই নিজেদের পথ বেছে নিয়েছেন । গত দু’বছর হল রণবীর সিংকে বিয়ে করে দীপস এখন সুখী ঘরণী । অন্যদিকে, আলিয়ার সঙ্গে জমিয়ে প্রেম করছেন কাপুরও । এ বছরের শেষেই নাকি চার হাত এক হওয়ার কথা তাঁদের । সব কিছুই তো মসৃণ ছিল, হঠাৎ তবে কী হল দুই রণবীরের? অতীতের বদলা নিতেই কী এ বার প্রেমিকের এক্সের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করলেন আলিয়া? আর এর মধ্যে ইব্রাহিম-ই বা কী করছেন?
advertisement
আসলে বাস্তবে নয়, পুরোটাই ঘটছে সিনেমার পর্দায় । ফের আরও এক স্টার কিডকে বলিপাড়ায় লঞ্চ করতে চলেছেন বলিউডের ‘নেপো-কিং’ নামে খ্যাত করণ জোহর । তবে পর্জদার সামনে নয, ক্যামেরার পিছনে । করণের আগামী ছবিতে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে রণবীর সিং আর আলিয়া ভাটকে । আর সেই ছবিতে সহকারী পরিচালক হিসাবে হাতেখড়ি হতে চলেছে সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে, সারা আলি খানের ভাই ইব্রাহিমের । তবে ছবির নাম বা মুক্তির তারিখ বা অন্যান্য কলাকুশলীদের বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাপুর নয়, গোপনে রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করছেন আলিয়া, সাহায্য করছেন সইফ-পুত্র ইব্রাহিম!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement