#মুম্বই: এটা কি অতীতের বদলা? বলিউডে জোড় গুঞ্জন! রণবীর কাপুরকে লুকিয়ে, গোপনে নাকি রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করছেন আলিয়া ভাট! আর তাঁদের সম্পর্কে অনুঘটকের কাজ করছেন সইফ-পুত্র ইব্রাহিম আলি খান । বলিপাড়ায় নতুন এই সম্পর্কের সমীকরণ নিয়ে ইতিমধ্যেই বিপুল জলঘোলা হতে শুরু করে দিয়েছে ।
এক সময় রণবীর কাপুরের সঙ্গে জমিযে প্রেম করেছিলেন দীপিকা পাড়ুকোন । মাখোমাখো সেই প্রেম কিন্তু বেশিদিন টেঁকেনি । শোনা যায়, ছোটে কাপুরের ‘প্লে-বয়’ স্বভাবের কারণেই সেই প্রেম ভেঙে যায় । তারপর দু’জনেই নিজেদের পথ বেছে নিয়েছেন । গত দু’বছর হল রণবীর সিংকে বিয়ে করে দীপস এখন সুখী ঘরণী । অন্যদিকে, আলিয়ার সঙ্গে জমিয়ে প্রেম করছেন কাপুরও । এ বছরের শেষেই নাকি চার হাত এক হওয়ার কথা তাঁদের । সব কিছুই তো মসৃণ ছিল, হঠাৎ তবে কী হল দুই রণবীরের? অতীতের বদলা নিতেই কী এ বার প্রেমিকের এক্সের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করলেন আলিয়া? আর এর মধ্যে ইব্রাহিম-ই বা কী করছেন?
আসলে বাস্তবে নয়, পুরোটাই ঘটছে সিনেমার পর্দায় । ফের আরও এক স্টার কিডকে বলিপাড়ায় লঞ্চ করতে চলেছেন বলিউডের ‘নেপো-কিং’ নামে খ্যাত করণ জোহর । তবে পর্জদার সামনে নয, ক্যামেরার পিছনে । করণের আগামী ছবিতে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে রণবীর সিং আর আলিয়া ভাটকে । আর সেই ছবিতে সহকারী পরিচালক হিসাবে হাতেখড়ি হতে চলেছে সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে, সারা আলি খানের ভাই ইব্রাহিমের । তবে ছবির নাম বা মুক্তির তারিখ বা অন্যান্য কলাকুশলীদের বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Ibrahim Ali Khan, Karan johar, Ranveer Singh