প্রথম এই কাজটি করল মেয়ে রুহি, গর্বিত বাবা করণ

Last Updated:

এই পৃথিবীতে তাঁদের আসা, হাসি, কান্না, চোখের সামনে তরতর করে বড় হয়ে ওঠা... সবটাই যেন একটা বিষ্ময় ৷ প্রতিদিন নতুন নতুন কাজে তারা চমকে দিতে থাকে আশেপাশের সকলকে ৷ যেমন চমকে দিল ছোট্ট রুহি ৷

#মুম্বই: এই পৃথিবীতে তাঁদের আসা, হাসি, কান্না, চোখের সামনে তরতর করে বড় হয়ে ওঠা... সবটাই যেন একটা বিষ্ময় ৷ প্রতিদিন নতুন নতুন কাজে তারা চমকে দিতে থাকে আশেপাশের সকলকে ৷ যেমন চমকে দিল ছোট্ট রুহি ৷
করণ জোহরের মেয়ে রুহির কথাই হচ্ছে ৷ সম্প্রতি সে একটা কাজে চমকে দিয়েছে তার বাবাকে ৷ ২০১৭-র ফেব্রুয়ারিতে সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন করণ ৷ যশ ও রুহিকে নিয়েই এখন অবসর সময় কাটে পরিচালকের ৷
advertisement
advertisement
সদ্যই এক বছরের জন্মদিন পেরিয়ে এসেছে যশ-রুহি ৷ এখন আধো-আধো কথা বলছে তারা ৷ গত শনিবার প্রথমবারের জন্য করণকে ‘পাপা’ বলে ডাকল রুহি ৷ স্বাভাবিকভাবেই সেই আনন্দ চেপে রাখতে পারেননি গর্বিত বাবা ৷ সঙ্গে সঙ্গেই সেই খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
দুই সন্তানের বাবা এখন ছবির বিষয়ে কী ভাবছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই প্রশ্ন করা হয়েছিল করণ জোহরকে ৷ তা হলে কী এ বার বাচ্চাদের ছবি করবেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরিচালক? করণ সাফ জানিয়ে দেন, বাড়িতে দুই সন্তান থাকলেও বাচ্চাদের ছবি নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি ৷ করণ এ দিন বলেন, ‘‘আমি এমন ছবি করি, যার মধ্যে একটা গল্প থাকে ৷ সেই গল্পটা আমার উপলব্ধির উপর ভিত্তি করে গড়ে ওঠে ৷ ’’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রথম এই কাজটি করল মেয়ে রুহি, গর্বিত বাবা করণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement