প্রথম এই কাজটি করল মেয়ে রুহি, গর্বিত বাবা করণ
Last Updated:
এই পৃথিবীতে তাঁদের আসা, হাসি, কান্না, চোখের সামনে তরতর করে বড় হয়ে ওঠা... সবটাই যেন একটা বিষ্ময় ৷ প্রতিদিন নতুন নতুন কাজে তারা চমকে দিতে থাকে আশেপাশের সকলকে ৷ যেমন চমকে দিল ছোট্ট রুহি ৷
#মুম্বই: এই পৃথিবীতে তাঁদের আসা, হাসি, কান্না, চোখের সামনে তরতর করে বড় হয়ে ওঠা... সবটাই যেন একটা বিষ্ময় ৷ প্রতিদিন নতুন নতুন কাজে তারা চমকে দিতে থাকে আশেপাশের সকলকে ৷ যেমন চমকে দিল ছোট্ট রুহি ৷
করণ জোহরের মেয়ে রুহির কথাই হচ্ছে ৷ সম্প্রতি সে একটা কাজে চমকে দিয়েছে তার বাবাকে ৷ ২০১৭-র ফেব্রুয়ারিতে সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন করণ ৷ যশ ও রুহিকে নিয়েই এখন অবসর সময় কাটে পরিচালকের ৷
advertisement
advertisement
সদ্যই এক বছরের জন্মদিন পেরিয়ে এসেছে যশ-রুহি ৷ এখন আধো-আধো কথা বলছে তারা ৷ গত শনিবার প্রথমবারের জন্য করণকে ‘পাপা’ বলে ডাকল রুহি ৷ স্বাভাবিকভাবেই সেই আনন্দ চেপে রাখতে পারেননি গর্বিত বাবা ৷ সঙ্গে সঙ্গেই সেই খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
দুই সন্তানের বাবা এখন ছবির বিষয়ে কী ভাবছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই প্রশ্ন করা হয়েছিল করণ জোহরকে ৷ তা হলে কী এ বার বাচ্চাদের ছবি করবেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরিচালক? করণ সাফ জানিয়ে দেন, বাড়িতে দুই সন্তান থাকলেও বাচ্চাদের ছবি নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি ৷ করণ এ দিন বলেন, ‘‘আমি এমন ছবি করি, যার মধ্যে একটা গল্প থাকে ৷ সেই গল্পটা আমার উপলব্ধির উপর ভিত্তি করে গড়ে ওঠে ৷ ’’
advertisement
She said “papa”! It’s time for my mini meltdown!
— Karan Johar (@karanjohar) March 31, 2018
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2018 2:41 PM IST