''পূজা ভাট শুনুন, কীভাবে অন্যকে সরিয়ে 'দাদা'দের সুপারিশে ছবিতে কাজ পেয়েছেন আলিয়া !'', সরব নেটিজেনরা...

Last Updated:

নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়৷ সকলে পূজা ভাটকে লক্ষ্য করে বলতে থাকেন এই সাক্ষাৎকারটি শোনার জন্য৷

#মুম্বই: সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের নেপটিজম নিয়ে সরব হয়েছেন অনেকে৷ ছবিতে কাজ পাওয়া নিয়ে চলে অতিরিক্ত মাত্রায় স্বজনপোষণ৷ এই অভিযোগ উঠেছে বারবার৷ যাঁদের লবি যত পোক্ত, তাঁরাই টিকে থাকতে পারেন ইন্ডাস্ট্রিতে৷ বাকিদের হয় সরে যেতে হয় নিজেদের স্বপ্নকে সরিয়ে রেখে, না হলে সুশান্তের মত নিজেকে শেষ করে দিতে হয়৷
এইটাই দস্তুর৷ সুশান্তের মৃত্যুর পর এই বক্তব্যই উঠে আসছে জোড়াল ভাবে৷ এরই মধ্যে প্রকাশ পেল আলিয়া ভাটের একটি পুরনো সাক্ষাৎকার৷ যেখানে তিনি স্বীকার করেছেন, ডিয়ার জিন্দেগি ছবিতে অন্য অভিনেত্রীর কাজ করা ঠিক হয়ে গিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত তাঁকে নেওয়া হয়৷ এবং জানা গিয়েছে যে করণ জোহর ও শাহরুখের আর্জিতেই অন্য নায়িকাকে সরিয়ে আলিয়াকে সেই ছবিতে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছিল৷ এই তথ্য সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে৷ অর্থাৎ বলিউডে যে স্বজনপোষণ হয়, এবং খুল্লমখুল্লা, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন নেটিজেনরা৷
advertisement
advertisement
advertisement
আলিয়া একটি ইন্টারভিউতে বলেন,  কলঙ্ক ও উড়তা পঞ্জাব ছবির জন্য তিনি নিজেই পরিচালকের কাছে বারবার সুপারিশ করতে থাকেন৷ অন্যদিকে ডিয়ার জিন্দেগির জন্য তিনি নিজে কোনও সুপারিশ করেননি ঠিকই, কিন্তু তিনি জানতেন যে ওই ছবিতে অন্য নায়িকা কাজ শুরু করছেন৷ তবে শেষ পর্যন্ত ছবির পরিচালক গৌরী শিন্ডে সেই নায়িকাকে সরিয়ে আলিয়ার কাছে ছবির চরিত্রটি নিয়ে আসেন!
advertisement
advertisement
advertisement
এরপরই নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়৷ সকলে পূজা ভাটকে লক্ষ্য করে বলতে থাকেন এই সাক্ষাৎকারটি শোনার জন্য৷ কারণ পূজা জানিয়েছিলেন,  ভাট ক্যাম্প কোনও স্বজনপোষণে বিশ্বাসী নয় এবং নতুনদের তারা সুযোগ দেয়৷ মূলত অভিনেত্রী কঙ্গণা যে ধরণের অভিযোগ এনেছিলেন ভাটদের বিরুদ্ধে, তারই উত্তর দেন পূজা৷ তবে এবার আলিয়ার বক্তব্য নিয়ে পূজাকে বিঁধছেন নেটিজেনরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
''পূজা ভাট শুনুন, কীভাবে অন্যকে সরিয়ে 'দাদা'দের সুপারিশে ছবিতে কাজ পেয়েছেন আলিয়া !'', সরব নেটিজেনরা...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement