দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন কপিল শর্মা, ঘুণাক্ষরেও টের পেতে দেননি কাউকে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
খবরটা এতদিন গোপনই রেখেছিলেন শর্মা দম্পতি । কিন্তু একটা ভিডিওতে এক ঝলক সন্তানসম্ভবা গিনি’কে দেখা যেতেই এই খবর জানাজানি হয়ে যায় ।
#মুম্বই: ২০১৮-র ডিসেম্বরে বিয়ে হয়েছিল জনপ্রিয় কমেডিয়ান, অভিনেতা কপিল শর্মার । বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই এসেছিল সুখবরটা । বাবা হতে চলেছেন কপিল শর্মা । অবশেষে গত বছরের ডিসেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কপিল-ঘরণী গিনি ছতরত । ফের দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কপিল । শেষ পর্যায়ের গর্ভাবস্থা চলছে গিনির । আর এই খবর ফাঁস হয়েছে কমিডিয়ান ভারতীর একটি পোস্ট থেকে ।
করবা চৌথের দিন একটি লাইভ ভিডিও করেছিলেন ভারতী । সেখানেই দএক ঝলক দেখা মেলে গিনির । গর্ভভতী গিনিকে চিনে নিতে কষ্ট হয়নি নেটিজেনদের । দেখে মনে হচ্ছে, শেষ পর্যায়ের গর্ভাবস্থা চলছে গিনির ।
advertisement
advertisement
কপিলের মেয়ে আনায়রার বয়স এখনও ১ বছরও পূর্ণ হয়নি । লকডাউনের মধ্যে, তিন মাস বয়সে মেয়ের কনক পুজো করেছিলেন কপিল শর্মা । পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে খুব ছোট করেই এই অনুষ্ঠানের অয়োজন করেছিলেন গিনি ও কপিল । তবে দ্বিতীয় সন্তানের আসার খবর কেউই প্রকাশ্যে আনেননি । খবরটা এতদিন গোপনই রেখেছিলেন শর্মা দম্পতি । কিন্তু একটা ভিডিওতে এক ঝলক সন্তানসম্ভবা গিনি’কে দেখা যেতেই এই খবর জানাজানি হয়ে যায় ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2020 1:45 PM IST