করণ জোহরের থেকে ফিরিয়ে নেওয়া হোক পদ্মশ্রী সম্মান, ফের বিস্ফোরক কঙ্গনা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আগেও বারবার করণের টক-শো ‘কফি উইথ করণ’ নিয়ে বিরোধিতা করেছিলেন ‘ক্যুইন’ । এ বার ভারত সরকারের কাছে দাবি তুললেন করণের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়ার ।
#মুম্বই: এ বার করণ জোহরের থেকে পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেওয়ার জোরদার দাবি তুললেন অন্য এক পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । কঙ্গনা এ দিন ট্যুইট করে বলেছেন, ‘‘ভারত সরকারের কাছে আমি অনুরোধ করছি করণ জোহরের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক । উনি প্রকাশ্যেই আমাকে ভয় দেখাচ্ছেন এবং ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথা বলছেন । সুশান্তের কেরিয়ার ধ্বংস করেছেন । উরি হামলায় পাকিস্তানকে সমর্থন করেছিলেন । ’’
বলিউডে ঠোঁট কাটা নায়িকাদের তালিকায় সবার প্রথমেই নাম আসে কঙ্গনা রানাওয়াতের ৷ তাঁর ‘ভোকাল’ হওয়ার কারণে, প্রথম থেকেই বলিউডের তাবড়দের চক্ষুশূল তিনি ৷ আর এ বার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হওয়ার পর থেকে কঙ্গনা যেভাবে এগিয়ে এসেছেন, তাতে শত্রুতা আরও বেড়েছে বলাই যায় । আগেও বারবার করণের টক-শো ‘কফি উইথ করণ’ নিয়ে বিরোধিতা করেছিলেন ‘ক্যুইন’ । সেখানে কী ভাবে নেপোটিজমের চাষ হয়, শুধু নেপো-কিডসদের তাঁর সিনেমায় সুযোগ করে দেন করণ... প্রভৃতি বিষয় নিয়ে গলার সুর চড়িয়েছেন তিনি । এতে কঙ্গনার ফলোয়ার সংখ্যা বাড়লেও, শত্রুর সংখ্যা কমেনি । সেটি টের পেয়েছেন কঙ্গনা রানাওয়াতও ৷
advertisement
I request government of India to take KJO’s PadmaShri back,he openly intimidated me and asked me to leave the industry on an international platform,conspired to sabotage Sushanth’s career,he supported Pakistan during Uri battle and now antinational film against our Army. https://t.co/KEgVEDpMrF
— Kangana Ranaut (@KanganaTeam) August 18, 2020
advertisement
advertisement
কিছুদিন আগেই ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘‘আমার বন্ধুদের জানাচ্ছি৷ আমার প্রতিবাদ করাটা অনেকেই ভাল চোখে দেখছেন না ৷ বিশেষ করে মুভি মাফিয়ারা ৷ আমি জানি এখানে আমার সময় শেষ হয়ে এসেছে ৷ যখন তখন আমার ট্যুইটার সাসপেন্ড হতে পারে ৷ তবুও আমি এই সময়টার সুযোগ নেব এবং প্রতিবাদ করে যাব !’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2020 5:30 PM IST