'কুরুচিকর' পোস্টে স্বরাকে ফের আক্রমণ কঙ্গনার! নিন্দায় নেটিজেনরা

Last Updated:

এবার ফের তাঁর নিশানায় অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এই টুইটের জন্য নেট দুনিয়ায় চরম নিন্দিত হচ্ছেন কঙ্গনা।

#মুম্বই: অভিনয়ের পাশাপাশি বিতর্ক উসকে দেওয়ার জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন কঙ্গনা রানাওয়াত। টুইটার থেকে প্রায়ই বিভিন্ন অভিনেতাদের আক্রমণ করেন অভিনেত্রী। এবার ফের তাঁর নিশানায় অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এই টুইটের জন্য নেট দুনিয়ায় চরম নিন্দিত হচ্ছেন কঙ্গনা।
স্রেফ নাকি একঘেঁয়েমি কাটাতে স্বরাকে নিশানা করেছেন কঙ্গনা। স্বরার চেহারা নিয়ে ট্রোল করা একটি টুইট শেয়ার করেছেন কঙ্গনা। আর সেই টুইটকে কুরুচিকর বলে মনে করছেন নেটিজেনরা। মূল টুইটটি করা হয়েছে ধাকড় বৈভব নামে একটি অ্যাকাউন্ট থেকে।
advertisement
advertisement
টুইটের ছবিটিতে কঙ্গনা ও স্বরা দুজনকেই প্রায় একই পোশাকে দেখা যাচ্ছে। দুজনেই সাদা হাইনেক ব্লাউজের সঙ্গে ঘিয়ে রঙের শাড়ি পড়েছেন। সঙ্গে দুজনের গলাতেই রয়েছে সোনার নেকপিস আর চুল খোঁপা করা। টুইটে কঙ্গনার ছবিটিকে প্রশংসা করে ক্যাপশনে লেখা- 'Class'। অন্যদিকে স্বরার ছবির ক্যাপশনে লেখা 'Crass', যার বাংলা অর্থ নির্বোধ বা স্থূল। সঙ্গে স্বরার কপালের অংশ লাল রঙের গোলের মধ্যে হাইলাইট করা হয়েছে ছবিতে।
advertisement
এই নিম্ন রুচির টুইটটি শেয়ার করেছেন কঙ্গনা। ক্যাপশনে বিদ্রুপের ভঙ্গিতে লিখেছেন, "এরা সব কী বলছে! এরকম ব্যাপার নাকি?" এমনকি সেই টুইটে স্বরাকে ট্যাগ করেছেন কঙ্গনা। এর সঙ্গে আবার কঙ্গনা লেখেন, "একঘেঁয়ে দিনে একটু স্বরা ভাস্করের পিছনে লাগছিলাম।"
তবে এর উত্তরে স্বরা যে টুইট করেছেন তার প্রশংসা করছেন নেটিজেনরা। তিনি লিখেছেন, "তোমার একঘেঁয়েমি কাটিয়ে সাহায্য করতে পারলে সব সময়ে খুশি হব। তুমি জানো আমি তোমায় ভালোবাসি।"
advertisement
তবে স্বরাও যে ব্যঙ্গের ভঙ্গিতেই এই উত্তর দিয়েছেন তা নেটিজেনদের অজানা নয়। কারণের দুজনের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হয়। এর আগে স্বরাকে একাধিকবার আক্রমণ করেছেন কঙ্গনা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'কুরুচিকর' পোস্টে স্বরাকে ফের আক্রমণ কঙ্গনার! নিন্দায় নেটিজেনরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement