#মুম্বই: অভিনেত্রী কল্কি কোয়েচলিন সদ্যই মা হয়েছেন। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি । তাঁর মেয়ে সুস্থও আছে। তবে এর আগেই কালকির বেবি বাম্পের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা অনেকে খারাপ কথাও বলেছেন তাঁকে। তবে তাতে কালকি থেমে থাকার মেয়ে নন। কালকি সব সময় সাহসী। সে জীবন হোক বা সিনেমা। স্বামীকে ছাড়াই নিজের বাচ্চাকে জন্ম দেওয়ার সাহস তিনি রাখেন।শুধু তাই নয়, কল্কি কোয়েচলিন বাচ্চার জন্ম দিয়েছেন ওয়াটার বার্থ থেরাপিকে কাজে লাগিয়ে। তিনি চাইলেন অনেক সহজ পন্থা নিতে পারতেন। কিন্তু না তিনি বেছে নিয়েছেন এই কঠিন পথ। তারপর সোশ্যাল মিডিয়ায় তিনি ছবি পোস্ট করেছেন। মেয়েকে জন্ম দেওয়ার মুহূর্তকে সবার সঙ্গে শেয়ার করেছেন কল্কি। যা মূহূর্তে ভাইরাল হয়েছে। কল্কি তাঁর এই পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন বার্থ ভিলেজ ইন্ডিয়াকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Kalki Koechlin, Viral Post