প্রদীপ সরকারের 'ইলা'-তে সিঙ্গল মাদার কাজল, ছেলের চরিত্রে বাংলার ঋদ্ধি সেন
Last Updated:
প্রদীপ সরকারের ছবি 'ইলা'-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন কাজল
#মুম্বই: যদিও, ২০১৭-এ তামিল ছবি 'ভিআইপি টু' -তে দেখা গিয়েছিল তাঁকে, কিন্তু গত দু'বছর ধরে হাপিত্যেশ করে বসেছিল বলিউড! সেই 'দিলওয়ালে'র পর আর হিন্দি ছবি করেননি ইন্ডাস্ট্রির 'অল টাইম হিট' নায়িকা! কাজল। অবশেষে, আশা মিটল। তিনি ফিরলেন। প্রদীপ সরকারের ছবি 'ইলা'-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন বঙ্গললনা।
কাজলই 'ইলা', একজন সিঙ্গল মাদার। মা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করেই ছবির প্লট। 'ইলা'-র স্বপ্ন ছিল গায়িকা হওয়ার। কিন্তু ছেলে 'ভিভান'কে বড় করে তোলার তাগিদে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। সম্পর্কর নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে গড়াতে থাকে ছবির চিত্রনাট্য।
কাজলের ছেলের চরিত্রে অভিনয় করেছেন বাংলার ঋদ্ধি সেন। এরআগেও বলিউডে 'চৌরঙ্গা', 'পার্চড' ও 'ভূমি'তে অভিনয় করেছেন কৌশিক সেন পুত্র ঋদ্ধি।
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2018 6:19 PM IST