২০০তম ম্যাচের আগের দিন বলিউডের এই আইটেম ডান্সারের সঙ্গে সময় কাটালেন ধোনি
Last Updated:
মাহেন্দ্র সিং ধোনির ২০০ তম ম্যাচ নিয়ে ক্রিকেটমহলে জোর সরগরম,ঠিক এর আগে যা করলেন তিনি
#দুবাই: মাহির ২০০তম ম্যাচ নিয়ে সব মহল সরগরম ৷ ক্রিকেট দুনিয়া কুর্নিশ জানাচ্ছে এই বিশেষ অ্যাচিভমেন্ট হওয়ার জন্য ৷ তারওপর আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ টাই হওয়ায় আরও একটু টুইস্ট যোগ হয়েছে মহেন্দ্র সিং ধোনির ২০০তম ম্যাচে ৷
তবে মাহির ২০০ তম ম্যাচের আগের দিন এক বিশেষ অতিথির সঙ্গে দেখা করেছিলেন দুবাইতে ৷ তিনি এখন জাস্ট মাহিতে মজে ৷ ধোনির ভক্তর সংখ্যা তো নেহাত কম নয় ৷ সেই তালকায় জানা গেল বলিউডের এই আইটেম ডান্সারের নাম ৷
advertisement
advertisement
চিনতে পারলেন ইনি গঙ্গাজলের একটি আইটেম নম্বর আগুন লাগানো মান্যতা দত্ত ৷ অর্থাৎ সঞ্জয় দত্তের স্ত্রী ৷
৬৯৬ দিন বাদে সরকারিভাবে ভারতীয় দলের নেতৃত্ব দানের আগের দিন ধোনি দেখা করছিলেন তাঁর এই ফ্যান বা বন্ধুর সঙ্গে দেখা করেন ৷ নিজের
সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজেদের ছবিও দিয়েছেন মান্যতা ৷ ধোনি যেমন দুবাইতে এশিয়া কাপের ম্যাচে খেলার জন্য আছেন , তেমনি মান্যতাও গিয়েছিলেন কাজে ৷
advertisement
মান্যতা নিজে একজন উদ্যেগপতি তাছাড়া সঞ্জয় দত্তের প্রোডাকশন হাউসের সিইও ৷ এই মুহূর্তে তিনি ব্যবসায়িক কাজেই দুবাইতে ছিলেন ৷ সেখানেই দু‘জনে বেশ কিছুটা কোয়ালিটি টাইম কাটান ৷
View this post on InstagramA post shared by Maanayata Dutt (@maanayata) on
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2018 12:26 PM IST