হোম /খবর /বিনোদন /
ভূমি পেডনেকরের সঙ্গে ছবি করছেন যিশু সেনগুপ্ত ! শুরু হল শ্যুটিং

ভূমি পেডনেকরের সঙ্গে ছবি করছেন যিশু সেনগুপ্ত ! ছবিতে যুক্ত অক্ষয়কুমারও ! চলছে শ্যুটিং

photo source collected

photo source collected

তেলুগু হরর ছবি ‘ভাগামাথি’-র হিন্দি রিমেক ‘দুর্গাবতী’। ছবিটি পরিচালনা করছেন জি অশোক।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: অক্ষয় কুমারের প্রযোজনায় সম্প্রতি শুরু হয়েছে 'দুর্গাবতী'র শ্যুটিং। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ভূমি পেডনেকর ও যিশু সেনগুপ্ত। যিশু টলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অনেক আগেই। তবে বলিউডে যিশু তাঁর একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন। সবটাই করেছেন তাঁর অভিনয় দক্ষতা দিয়ে। এবার তাঁকে দেখা যাবে ভূমির বিপরীতে অভিনয় করতে।

তেলুগু হরর ছবি ‘ভাগামাথি’-র হিন্দি রিমেক ‘দুর্গাবতী’। ছবিটি পরিচালনা করছেন জি অশোক। অনুষ্কা শেট্টি অভিনীত এই ছবি দক্ষিণে বেশ জনপ্রিয়। শুটিং শুরু হওয়ার খবর সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানান দিয়েছেন অভিনেতারাই। তবে শুধু এই ছবিই নয় সদ্যই যিশু শেষ করেছেন মহেশ ভাটের ছবি 'সযক টু'এর কাজ। বিদ্যা বালনের সঙ্গে তাঁর অভিনীত ছবিও 'শকুন্তলা দেবী'ও মুক্তি পাবে সামনেই। তবে কেবল বলিউড নয় সাউথেও কাজ করছেন যিশু। তবে ভূমির সঙ্গে তাঁর এই প্রথম কাজ। আতর ওপর অক্ষয়কুমারের প্রযোজনা। আপাতত এই ছবির জন্যই অপেক্ষায় দর্শক। তবে ছবি কবে মুক্তি পাবে তা এখনও কিছু বলা হয়নি।

Published by:Piya Banerjee
First published:

Tags: Bhumi Pednekar, Durgavati, Jishu Sengupta