'ভো সুভা কভি তো আয়েগি...''...কিংবদন্তী সঙ্গীত পরিচালক খৈয়ামের প্রয়াণে শোকস্তব্ধ জাভেদ আখতার
Last Updated:
প্রয়াত কিংবদন্তী সঙ্গীত পরিচালক মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী
#মুম্বই: প্রয়াত কিংবদন্তী সঙ্গীত পরিচালক মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। 'কভি কভি', 'উমরাও জান'-এর মতো জনপ্রিয় ছবির সঙ্গীত পরিচালক খৈয়াম।
সঙ্গীত পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ জাভেদ আখতার। তিনি ট্যুইটে জানান, '' কিংবদন্তী সঙ্গীত পরিচালক, খৈয়াম সাহেব আর নেই। তিনি আমাদের একের পর এক দুর্দান্ত সব গান উপহার দিয়েছেন, কিন্তু তাঁকে অমর করে রাখার জন্য একটা গানই যথেষ্ট... 'ভো সুভা কভি তো আয়েগি...'!'
Khayyam saheb the great music director has passed away . He has given many all time great song but to make him immortal only one was enough “ voh subah kabhi to aayehi “
— Javed Akhtar (@Javedakhtarjadu) August 19, 2019
advertisement
advertisement
১৫ অগাস্ট ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি ভর্তি হন তিনি। হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন খৈয়ামের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানান চিকিৎসকেরা। প্রসঙ্গত রবিবারই ৯৩ বছরে পা দেন খৈয়াম।
মাত্র ১৭ বছর বয়সে লুধিয়ানাতে সঙ্গীত জীবন শুরু। প্রথমেই পেয়েছিলেন 'উমরাও জান' ছবিতে কাজ করার সুযোগ। চার দশক ধরে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার এবং পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন খৈয়াম। জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসও পেয়েছেন তিনি। ২০১০ সালে পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2019 11:51 PM IST