জাহ্নবীর শরীরের এই অঙ্গটি নিয়ে নাকি ছোটবেলা থেকেই তাঁকে ক্ষেপাতেন বাবা বনি কাপুর!

Last Updated:
#মুম্বই: বরাবরই পরিবারের খুব ক্লোজ জাহ্নবী কাপুর ৷ শ্রীদেবীও বারবার বলতেন, বড় মেয়ে ‘জানু’ নাকি তাঁর বড়ই ন্যাওটা আর খুব আবেগপ্রবণ ৷ আর ছোট মেয়ে খুশি বরং অনেক পরিণত, স্বাবলম্বী ৷ দিদিকে তাই চোখে চোখে রাখে সে ৷
শ্রীদেবীর মৃত্যুর পর এখন বাবা বনি কাপুরই দুই বোনের একইসঙ্গে বাবা-মা ৷ খুশি-জাহ্নবীর সঙ্গে নানা অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় বাবা বনি কাপুরকে ৷ মেয়েদের সঙ্গে আউটিং বা ডিনার ডেটেও যান তিনি ৷ কিন্তু সেই বনি কাপুরই নাকি ছোটবেলায় খুব ক্ষেপাতেন ‘জানু’কে ৷ তাও আবার তাঁরই শরীরের একটি অঙ্গ নিয়ে ৷ শুনে মনে হতেই পারে, এ আাবার কেমন বাবা ৷ যিনি মেয়েরই বডি পার্টস নিয়ে তাঁর লেগ পুলিং করেন ৷
advertisement
আসলে বিষয়টা বেশ মজার ৷ ছোট থেকেই জাহ্নবীর পপা নাককি এতটাই সরু ছিল যে বনি তাঁকে ‘চিকেন লেগস’ বলে ক্ষেপাতেন ৷ জাহ্নবী নিজেও শেয়ার করেছেন যে পায়ের পিছনে তিনি কতটা পরিশ্রম করেন ৷ ওয়ার্কআউট সেশনের সিংহভাগ সময়ই নাকি তিনি পায়ের জন্য উৎসর্গ করেন! ভাবা যায়?
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জাহ্নবীর শরীরের এই অঙ্গটি নিয়ে নাকি ছোটবেলা থেকেই তাঁকে ক্ষেপাতেন বাবা বনি কাপুর!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement