স্টেজের মধ্যেই খুলে গেল পোশাক, তবুও নাচ থামালেন না প্রতিযোগী!
Last Updated:
নাচ শেষ হতেই দর্শকদের হাততালিতে ফেটে পড়ে গোটা এলাকা ৷ বিচারকরাও উচ্ছ্বসিত প্রশংসা করেন তামান্নার ৷
#মুম্বই: পেশাদারিত্বের চরম নমুনা দেখা গেল ‘ইন্ডিয়া’স নেক্সট টপ মডেল’-এর সিজন ৪-এর মঞ্চে ৷ ওয়ার্ডরোব ম্যালফাংশনের মতো ঘটনাকেও অসাধারণ উপস্থিত বুদ্ধি আর দক্ষতায় এড়িয়ে গেলেন প্রতিযোগী ৷
রবিবারের এপিসোড জমে উঠেছিল ৷ মঞ্চে এসেছিলেন তামান্না শর্মা ৷ স্টেজে তখন চারজন বিচারক ৷ মালাইকা আরোরা খান, ডাব্বু রত্নানি, মিলিন্দ সোমন এবং অতিথি বিচারক সানি লিওন ৷ প্রতিযোগীদের আইটেম নাম্বারের সঙ্গে নাচতে বলেন বিচারকরা ৷ তবে এক্ষেত্রে নাচের দক্ষতা তেমন গুরুত্বপূর্ণ নয়, বিচারকরা জানিয়েছিলেন সকলের প্রেজেন্টেশনটাই বেশি গুরুত্ব পাবে ৷
advertisement
প্রতিযোগিতা শুরু হওয়ার পর প্রথমেই মঞ্চে আসেন তামান্না ৷ এসেই ‘গব্বর ইজ ব্যাক’-এর ‘কুন্ডি মৎ খড়কাও রাজা’ গানের সঙ্গে স্টেজে আগুন ছড়িয়ে দিয়েছিলেন তিনি ৷ কিন্তু হঠাৎই ঘটল সেই অঘটন ৷ খুলে গেল ব্লাউজের হুক ৷ কিন্তু নাচ থামাননি তামান্না ৷ এক হাতে বুক ধরে নেচে গেলেন তিনি ৷ নাচ শেষ হতেই দর্শকদের হাততালিতে ফেটে পড়ে গোটা এলাকা ৷ বিচারকরাও উচ্ছ্বসিত প্রশংসা করেন তামান্নার ৷
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2018 1:27 PM IST