স্টেজের মধ্যেই খুলে গেল পোশাক, তবুও নাচ থামালেন না প্রতিযোগী!

Last Updated:

নাচ শেষ হতেই দর্শকদের হাততালিতে ফেটে পড়ে গোটা এলাকা ৷ বিচারকরাও উচ্ছ্বসিত প্রশংসা করেন তামান্নার ৷

#মুম্বই: পেশাদারিত্বের চরম নমুনা দেখা গেল ‘ইন্ডিয়া’স নেক্সট টপ মডেল’-এর সিজন ৪-এর মঞ্চে ৷ ওয়ার্ডরোব ম্যালফাংশনের মতো ঘটনাকেও অসাধারণ উপস্থিত বুদ্ধি আর দক্ষতায় এড়িয়ে গেলেন প্রতিযোগী ৷
রবিবারের এপিসোড জমে উঠেছিল ৷ মঞ্চে এসেছিলেন তামান্না শর্মা ৷ স্টেজে তখন চারজন বিচারক ৷ মালাইকা আরোরা খান, ডাব্বু রত্নানি, মিলিন্দ সোমন এবং অতিথি বিচারক সানি লিওন ৷ প্রতিযোগীদের আইটেম নাম্বারের সঙ্গে নাচতে বলেন বিচারকরা ৷ তবে এক্ষেত্রে নাচের দক্ষতা তেমন গুরুত্বপূর্ণ নয়, বিচারকরা জানিয়েছিলেন সকলের প্রেজেন্টেশনটাই বেশি গুরুত্ব পাবে ৷
advertisement
প্রতিযোগিতা শুরু হওয়ার পর প্রথমেই মঞ্চে আসেন তামান্না ৷ এসেই ‘গব্বর ইজ ব্যাক’-এর ‘কুন্ডি মৎ খড়কাও রাজা’ গানের সঙ্গে স্টেজে আগুন ছড়িয়ে দিয়েছিলেন তিনি ৷ কিন্তু হঠাৎই ঘটল সেই অঘটন ৷ খুলে গেল ব্লাউজের হুক ৷ কিন্তু নাচ থামাননি তামান্না ৷ এক হাতে বুক ধরে নেচে গেলেন তিনি ৷ নাচ শেষ হতেই দর্শকদের হাততালিতে ফেটে পড়ে গোটা এলাকা ৷ বিচারকরাও উচ্ছ্বসিত প্রশংসা করেন তামান্নার ৷
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্টেজের মধ্যেই খুলে গেল পোশাক, তবুও নাচ থামালেন না প্রতিযোগী!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement