কথা দেওয়া ছিল অনেককে...যে কাজগুলো অপূর্ণ রেখেই চলে গেলেন ইরফান

Last Updated:

কিন্তু শেষ হয়েও শেষ হয় না জীবন । কত কাজ করার ছিল । শেষ হল না । মারণ ব্যধি তাঁকে কেড়ে নিল আমাদের কাছ থেকে ।

#মুম্বই: চলে গেলেন এক যোদ্ধা । যাঁর জীবন শুধুই লড়াইয়ে মোড়া । জীবনের শেষ পাতাটাও লেখা রইল সেই লড়াইয়ের আঁচেই । মাত্র ৫৪ বছর বয়সে কোলন ক্যান্সারে চলে গেলেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ইরফান খান । মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে গতকাল বিকেল ৩টে নাগাদ সমাধিস্থ করা হয়েছে তাঁকে ।
মানুষ চলে গেলেও থেকে যায় তাঁর কাজ । ‘পিকু’, ‘পান সিং তোমর’, ‘লাইফ অব পাই’, ‘দ্য লাঞ্চ বক্স’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘মাদারি’, ‘মকবুল’, ‘বিল্লু বারবার’, ‘ব্ল্যাক মেল’-এর মতো মাইলস্টোন সমস্ত ছবির মধ্যে দিয়েই বেঁচে থাকবেন একজন অসাধারণ অভিনেতা । কিন্তু শেষ হয়েও শেষ হয় না জীবন । কত কাজ করার ছিল । শেষ হল না । মারণ ব্যধি তাঁকে কেড়ে নিল আমাদের কাছ থেকে । আরও কত অসাধারণ কাজ দেখার বাকি রয়ে গেল । বেশ কিছু কাজের কথা চলছিল নতুন করে । অপূর্ণ রয়ে গেল সে গুলো ।
advertisement
লন্ডনে বহুদিন ধরে চিকিৎসা করাচ্ছিলেন । খানিকটা সুস্থ হয়ে দেশে ফিরেই শুরু করেছিলেন ‘আংরেজি মিডিয়াম’-এর শ্যুটিং । সদ্যই মুক্তি পেয়েছিল সেই ছবি । আরও কয়েকজনকে কথা দেওয়া ছিল ।
advertisement
পরিচালক সুজিত সরকারের একটি ছবি করার কথা ছিল । স্বাধীনতাযোদ্ধা ‘উধম সিং’-কে নিয়ে । সেটা হলে হয়তো আবার ‘পিকু’র সেই দূর্দান্ত জুটির, দূর্দান্ত রসায়ন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন সিনেপ্রেমীরা । এখন সেই ছবি করবেন ভিকি কৌশল । ছবির ফার্স্ট লুকও মুক্তি পেয়েছে । ছবির পরিচালক রণি লাহিড়ি কিন্তু ছবিটা ইরফানকে নিয়েই করতে চেয়েছিলেন । ইরফানের সুস্থ হয়ে ফিরে আসা পর্যন্ত অপেক্ষাও করছিলেন তাঁরা । শেষ পর্যন্ত অবশ্য সকলে মিলে কথা বলে ঠিক করা হয় ছবির জন্য অন্য অভিনেতা বেছে নিতে হবে । কারণ ইরফানের শারীরিক অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছিল ।
advertisement
পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গেও একটি ছবির কথা চলছিল ইরফানের । ‘অ্যামাজন প্রাইম’-এর সিরিজ "Gormint"-এ কাজের কথা হয়েছিল । কিন্তু শারীরিক অবস্থার কারণে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন ইরফান ।
পরিচালক অনুরাগ বসুর সঙ্গে ‘লাইফ ইন অ্যা মেট্রো’-র সিক্যুয়েল করারও কথা চলছিল ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কথা দেওয়া ছিল অনেককে...যে কাজগুলো অপূর্ণ রেখেই চলে গেলেন ইরফান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement