কথা দেওয়া ছিল অনেককে...যে কাজগুলো অপূর্ণ রেখেই চলে গেলেন ইরফান

Last Updated:

কিন্তু শেষ হয়েও শেষ হয় না জীবন । কত কাজ করার ছিল । শেষ হল না । মারণ ব্যধি তাঁকে কেড়ে নিল আমাদের কাছ থেকে ।

#মুম্বই: চলে গেলেন এক যোদ্ধা । যাঁর জীবন শুধুই লড়াইয়ে মোড়া । জীবনের শেষ পাতাটাও লেখা রইল সেই লড়াইয়ের আঁচেই । মাত্র ৫৪ বছর বয়সে কোলন ক্যান্সারে চলে গেলেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ইরফান খান । মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে গতকাল বিকেল ৩টে নাগাদ সমাধিস্থ করা হয়েছে তাঁকে ।
মানুষ চলে গেলেও থেকে যায় তাঁর কাজ । ‘পিকু’, ‘পান সিং তোমর’, ‘লাইফ অব পাই’, ‘দ্য লাঞ্চ বক্স’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘মাদারি’, ‘মকবুল’, ‘বিল্লু বারবার’, ‘ব্ল্যাক মেল’-এর মতো মাইলস্টোন সমস্ত ছবির মধ্যে দিয়েই বেঁচে থাকবেন একজন অসাধারণ অভিনেতা । কিন্তু শেষ হয়েও শেষ হয় না জীবন । কত কাজ করার ছিল । শেষ হল না । মারণ ব্যধি তাঁকে কেড়ে নিল আমাদের কাছ থেকে । আরও কত অসাধারণ কাজ দেখার বাকি রয়ে গেল । বেশ কিছু কাজের কথা চলছিল নতুন করে । অপূর্ণ রয়ে গেল সে গুলো ।
advertisement
লন্ডনে বহুদিন ধরে চিকিৎসা করাচ্ছিলেন । খানিকটা সুস্থ হয়ে দেশে ফিরেই শুরু করেছিলেন ‘আংরেজি মিডিয়াম’-এর শ্যুটিং । সদ্যই মুক্তি পেয়েছিল সেই ছবি । আরও কয়েকজনকে কথা দেওয়া ছিল ।
advertisement
পরিচালক সুজিত সরকারের একটি ছবি করার কথা ছিল । স্বাধীনতাযোদ্ধা ‘উধম সিং’-কে নিয়ে । সেটা হলে হয়তো আবার ‘পিকু’র সেই দূর্দান্ত জুটির, দূর্দান্ত রসায়ন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন সিনেপ্রেমীরা । এখন সেই ছবি করবেন ভিকি কৌশল । ছবির ফার্স্ট লুকও মুক্তি পেয়েছে । ছবির পরিচালক রণি লাহিড়ি কিন্তু ছবিটা ইরফানকে নিয়েই করতে চেয়েছিলেন । ইরফানের সুস্থ হয়ে ফিরে আসা পর্যন্ত অপেক্ষাও করছিলেন তাঁরা । শেষ পর্যন্ত অবশ্য সকলে মিলে কথা বলে ঠিক করা হয় ছবির জন্য অন্য অভিনেতা বেছে নিতে হবে । কারণ ইরফানের শারীরিক অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছিল ।
advertisement
পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গেও একটি ছবির কথা চলছিল ইরফানের । ‘অ্যামাজন প্রাইম’-এর সিরিজ "Gormint"-এ কাজের কথা হয়েছিল । কিন্তু শারীরিক অবস্থার কারণে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন ইরফান ।
পরিচালক অনুরাগ বসুর সঙ্গে ‘লাইফ ইন অ্যা মেট্রো’-র সিক্যুয়েল করারও কথা চলছিল ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কথা দেওয়া ছিল অনেককে...যে কাজগুলো অপূর্ণ রেখেই চলে গেলেন ইরফান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement