পরিযায়ী শ্রমিকের কষ্ট কাঁদিয়েছিল, ওঁদের জন্য একদিন মুখে খাবার তোলেননি ইরফান
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
ঠাঁই পেয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। অনেকে হাঁটতে হাঁটতে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ইরফানও এদিন সকালে চলে গেলেন। আসলে কি গেলেন? ভুখা ভারত যতদিন, ইরফান বেঁচে থাকবেন ততদিন।
ছিলেন রাজপরিবারের ছেলে। কিন্তু জীবনের বড় সময় কেটেছে লড়াই করে। এক সময়ে এসি মেকানিকের কাজও করেছেন। ফলে শিঁকড়ের সঙ্গে যোগটা ছিল আজীবনের। মৃত্যুর দিন কয়েক আগে পর্যন্ত ইরফান গলা ফাটিয়েছেন নিঃস্ব হয়েই। কোনও নেতা, কোনও দল তাঁকে কিনতে পারেনি। আয়ু যখন প্রায় ফুরিয়ে আসছে, সেই মুহূর্তেও গলা তুলেছেন দেশের অসহায় পরিযায়ী শ্রমিকদের হয়ে।
২৩ মার্চ করোনা রোধে দেশে জনতা কার্ফু জারি হয়। দেশের নানা প্রান্তে কার্যত আটকে পড়েন লাখ লাখ পরিযায়ী শ্রমিক। সঞ্চয় নেই,পরিবার বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়তে গিয়ে অনেকে পথে নেমে হাঁটতে শুরু করেন। এই ভুখামিছিলের শরিক হন ইরফানও।
গত ৯ এপ্রিল দেশের অভুক্ত পরিযায়ীদের সংস্থানের জন্যে ১২ ঘন্টা অভুক্ত থাকার কথা ঘোষণা করেন ইরফান টুইটারে। চারদিক থেকে সমর্থন আসতে শুরু করে তাঁর প্রস্তাবে।
advertisement
advertisement
I support this because I believe we need to change from the roots#gramsevasangha #oneworld pic.twitter.com/ecgY9v4wud
— Irrfan (@irrfank) April 9, 2020
ক্রমে ঠাঁই পেয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। অনেকে হাঁটতে হাঁটতে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ইরফানও এদিন সকালে চলে গেলেন।
advertisement
আসলে কি গেলেন? ভুখা ভারত যতদিন, ইরফান বেঁচে থাকবেন ততদিন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2020 4:04 PM IST