হিন্দি মিডিয়াম ২-এর কাজ শুরু করছেন ইরফান খান!

photo source collected

photo source collected

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: পরিচালক তিগমাংশু ধুলিয়া জানালেন অভিনেতা ইরফান খান ভারতে ফিরে এসেছেন। এবং একদম সুস্থ আছেন ইরফান। পরিচালক আরও জানান, যে ইরফান খুব তাড়াতাড়ি শুটিং শুরু করবেন, 'হিন্দি মিডিয়াম ২'-এর। এই কাজটা শুরু হওয়ার কথা ছিল গত বছর আগস্টে। কিন্তু ইরফানের অসুস্থতার জন্য কাজটা পিছতে হয়। ইরফানের চিকিৎসা চলছিল ইউএসে।

    তিগমাংশু একটি সাক্ষাৎকারে বলেন, '' ইরফান ফেরার পর আমি দেখা করি ওর সঙ্গে। ও এখন একদম ভাল আছে। ইরফান বলেছে ও 'হিন্দি মিডিয়াম ২'-এর কাজও শুরু করবে। আমিও ওর সঙ্গে কাজ করবো। আমার টিম ইরফানকে ভেবেই গল্প লিখছে। সব ঠিক থাকলে কাজটা ভালই হবে।" গত বছর নিজের চিকিৎসার জন্য লন্ডনেই থেকেছেন ইরফান। তবে এবছর আবার তাঁর ভক্তরা ইরফানের ছবি দেখতে পাবে।

    দেখুন আরও ভিডিও---->

    First published:

    Tags: Bollywood story, Irfan Khan, Movie