corona virus btn
corona virus btn
Loading

‘আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু, আর আমার বাচ্চারা...’ শাহরুখ খানের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

‘আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু, আর আমার বাচ্চারা...’ শাহরুখ খানের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

শনিবার রাতে সম্প্রচারিত হয়েছে ডান্সপ্লাসফাইভের একটি এপিসোড। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান।

  • Share this:

#মুম্বই: বলিউডের অন্যতম মুখ তিনি ৷ কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খোলেননি বলিউডের বাদশা শাহরুখ খান ৷ শুধু তাই নয়, জামিয়া মিলায়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হয়েও সেই শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে যাওয়া এত বড় ঘটনা নিয়েও মুখে কুলুপ এঁটেছিলেন শাহরুখ ৷ গোটা দেশ ধিক্কার জানিয়েছিল তাঁকে ৷ এদিকে তিনিই আবার বড় করে দিওয়ালি পালন করেন ৷ মুসলিম ধর্মাবলম্বী হয়েও তাঁর বাড়িতে হয় গণেশ চতুর্থীর পুজো ৷ দুর্গা পুজোর উদ্বোধনেও হাজির কিং খান ৷ সেই শাহরুখই এবার একটি ডান্স রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে দিলেন সাম্প্রদায়িকতার বার্তা ৷ শাহরুখ মুসলিম, তাঁর স্ত্রী গৌরি জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী ৷ কিন্তু তাঁদের সন্তানরা কোন ধর্মের? ডান্সপ্লাস ফাইভের মঞ্চে সেই প্রশ্নেরই উত্তর দিলেন নায়ক ৷

শনিবার রাতে সম্প্রচারিত হয়েছে ডান্সপ্লাসফাইভের একটি এপিসোড। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানেই তিনি বলেন, ‘‘আমরা বাড়িতে ধর্ম নিয়ে আলোচনা করি না ৷ আমি মুসলমান, আমার স্ত্রী হিন্দু, আর আমার সন্তানরা হিন্দুস্তান ৷ যখন আমার ছেলেমেয়েরা স্কুলে গিয়েছে তখন স্কুলেও ধর্মের বিভাগটি পূর্ণ করতে হত ৷ আমার মেয়ে একবার আমাকে এসে জিজ্ঞাসা করেছিল, পাপা আমরা কোন ধর্মের ৷ আমি বলেছিলাম, আমরা ভারতীয় ৷ আমাদের কোনও ধর্ম নেই, আর হতেও চাই না ৷ স্কুলের ফর্মেও আমি সে কথাই লিখেছিলাম ৷’’ শাহরুখের এই মন্তব্যের পর হাততালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ ৷ মুহূর্তের মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
Published by: Simli Raha
First published: January 26, 2020, 7:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर