‘আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু, আর আমার বাচ্চারা...’ শাহরুখ খানের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
শনিবার রাতে সম্প্রচারিত হয়েছে ডান্সপ্লাসফাইভের একটি এপিসোড। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান।
#মুম্বই: বলিউডের অন্যতম মুখ তিনি ৷ কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খোলেননি বলিউডের বাদশা শাহরুখ খান ৷ শুধু তাই নয়, জামিয়া মিলায়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হয়েও সেই শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে যাওয়া এত বড় ঘটনা নিয়েও মুখে কুলুপ এঁটেছিলেন শাহরুখ ৷ গোটা দেশ ধিক্কার জানিয়েছিল তাঁকে ৷
এদিকে তিনিই আবার বড় করে দিওয়ালি পালন করেন ৷ মুসলিম ধর্মাবলম্বী হয়েও তাঁর বাড়িতে হয় গণেশ চতুর্থীর পুজো ৷ দুর্গা পুজোর উদ্বোধনেও হাজির কিং খান ৷ সেই শাহরুখই এবার একটি ডান্স রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে দিলেন সাম্প্রদায়িকতার বার্তা ৷
শাহরুখ মুসলিম, তাঁর স্ত্রী গৌরি জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী ৷ কিন্তু তাঁদের সন্তানরা কোন ধর্মের? ডান্সপ্লাস ফাইভের মঞ্চে সেই প্রশ্নেরই উত্তর দিলেন নায়ক ৷
advertisement
advertisement
My wife is Hindu, I am a Muslim and my kids are Hindustan. My daughter was asked the religion in school form, I told her we are Indians - The pride of India Shah Rukh Khan. #RepublicDayIndia #RepublicDay2020 pic.twitter.com/Qk95xxLT3j
— Neel Joshi (@neeljoshiii) January 25, 2020
advertisement
শনিবার রাতে সম্প্রচারিত হয়েছে ডান্সপ্লাসফাইভের একটি এপিসোড। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানেই তিনি বলেন, ‘‘আমরা বাড়িতে ধর্ম নিয়ে আলোচনা করি না ৷ আমি মুসলমান, আমার স্ত্রী হিন্দু, আর আমার সন্তানরা হিন্দুস্তান ৷ যখন আমার ছেলেমেয়েরা স্কুলে গিয়েছে তখন স্কুলেও ধর্মের বিভাগটি পূর্ণ করতে হত ৷ আমার মেয়ে একবার আমাকে এসে জিজ্ঞাসা করেছিল, পাপা আমরা কোন ধর্মের ৷ আমি বলেছিলাম, আমরা ভারতীয় ৷ আমাদের কোনও ধর্ম নেই, আর হতেও চাই না ৷ স্কুলের ফর্মেও আমি সে কথাই লিখেছিলাম ৷’’
advertisement
শাহরুখের এই মন্তব্যের পর হাততালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ ৷ মুহূর্তের মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2020 7:05 PM IST