#মুম্বই: বলিউডের জনপ্রিয় র্যাপার ও মিউজিক পরিচালক হানি সিংকে অনেকদিন পর দেখা গেল আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানে তিনি গিয়েছিলেন পুরষ্কার নিতে। 'সনু কে টিট্টুকে সুইটি' ছবিতে মিউজিক করার জন্য পুরষ্কার পেলেন তিনি। তাঁকে অনুষ্ঠানে দেখঅ গেল কালো টিশার্টের ওপর চেক জ্যাকেটে। কিন্তু এই পর্যন্ত তো সব ঠিকই আছে। হানিকে দেখে চমকে গেলেন সকলে।
হানি সিং ছিলেন একদম স্লিম ট্রিম হ্যাঙ্ক। পেটানো চেহাড়া ছিল তাঁর। সেখান থেকে এ কি হাল তাঁর ! ওজন বেড়ে গিয়েছে অনেকটাই। তাঁকে চেনাই যাচ্ছে না। চোখের নীচে ফোলা ভাব। কোথায় যেন হারিয়ে গিয়েছে হানি সিংয়ের জৌলুস। এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার হতেই তাঁর ফ্যানেরা বলছেন, মদ খেয়ে খেয়েই নাকি হানির এই অবস্থা। তাঁর সুপারহিট গান 'চার বোতল ভটকা কাম মেরা রোজকা' এক সময় সব ডিস্কে বাজানো হত। তবে কী এই গানকেই জীবনের মুল মন্ত্র করে নিলেন হানি সিং !