Amitabh Bachchan: হার্নেস ছাড়াই ৩০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ! ছবি পোস্ট করে অমিতাভ লিখলেন, ‘সেসব দিন ছিল…’

Last Updated:

Amitabh Bachchan: ৩০ ফুট উপর থেকে ঝাঁপ মারছেন অমিতাভ বচ্চন। পরনে বেলবটম প্যান্ট। গায়ে কোট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন বিগ বি।

হার্নেস ছাড়াই ৩০ ফুট উঁচু থেকে ঝাঁপ!
হার্নেস ছাড়াই ৩০ ফুট উঁচু থেকে ঝাঁপ!
মুম্বইঃ ৩০ ফুট উপর থেকে ঝাঁপ মারছেন অমিতাভ বচ্চন। পরনে বেলবটম প্যান্ট। গায়ে কোট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন বিগ বি। সেই সময় ‘অ্যাকশন হিরো’ হিসেবে ছিল তাঁর নামডাক। ‘শাহেনশা’ ‘কুলি’, ‘দিওয়ার’, ‘ডন’, থেকে শুরু করে ‘অগ্নিপথ’, ‘জমির’, ‘পুকার’। লম্বা তালিকা। সেরকমই একটি অ্যাকশন দৃশ্যের ছবি পোস্ট করে ক্যাপশনে অমিতাভ লিখেছেন, “কী সব দিন ছিল…”।
আরও পড়ুনঃ হোটেলের কাজ থেকে বলিউড সিনেমা, ১৭ মিনিটের চুম্বন দৃশ‍্য মুহূর্তে বদলে দেয় জীবন! কে এই নায়িকা?
সাদা কালো ছবি। পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিচ্ছেন অমিতাভ। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, “অ্যাকশন দৃশ্যের জন্য ৩০ ফুট উঁচু পাহাড় থেকে ঝাঁপ…কোনঅ হার্নেস নেই, কোনও ফেস রিপ্লেসমেন্ট নেই, কোনও ভিএফএক্স নেই…এবং মাটিতে পা…ঠিক ম্যাট্রেসের উপরে…যদি ভাগ্য ভাল থাকে…সে সব দিন ছিল বন্ধু”।
advertisement
বিগ বি-র এই পোস্ট কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা কমেন্টে ভালবাসায় ভরিয়ে দেন। একজন লিখেছেন, “স্যর, আপনি এই শতাব্দীর সেরা অভিনেতা। আপনার অসাধারণ ব্যক্তিত্ব এবং অনুপম অভিনয়শৈলী দিয়ে সমগ্র দেশ এবং বিশ্বকে সম্মানিত করেছেন”।
advertisement
আরেক অনুরাগী লিখেছেন, “ঠিক আছে স্যর। এই জন্যই তো আমরা আপনাকে অ্যাকশন হিরো বলি। স্যালুট”। আরেকজন অমিতাভের সুরে সুর মিলিয়ে লিখেছেন, “লিজেন্ড, সত্যিই সে সব দিন ছিল”। এক নেটিজেনের মন্তব্য, “অসাধারণ বিগ বি স্যর, আমি বাজি ধরে বলতে পারি, আপনি এখনও এটা করতে পারবেন”। আরেকজন স্মৃতি রোমন্থন করে লিখেছেন, “সেই সময়ের অংশ হতে পেরে আমরা গর্বিত”।
advertisement
প্রসঙ্গত, বলে রাখা ভাল, আগামীদিনে ‘কল্কি ২৯৮৯ এডি’ সিনেমায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। সিনেমাটি পরিচালনা করছেন নাগ অশ্বিন। অমিতাভ বচ্চন ছাড়াও উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন, দুলকর সলমন, দিশা পাটানি প্রমুখ। এই ছবিতে পরিচালক রাজামৌলি এবং রাম গোপাল ভার্মাকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। সঙ্গীত পরিচালক সন্তোষ নারায়ণন। বৈজয়ন্তি মুভিজ ব্যানারে বিগ বাজেটের এই ছবির প্রযোজক সি অশ্বিনী দত্ত। চলতি বছরের ৮ মে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan: হার্নেস ছাড়াই ৩০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ! ছবি পোস্ট করে অমিতাভ লিখলেন, ‘সেসব দিন ছিল…’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement