অবসাদে সলমন খান
Last Updated:
অবসাদে সলমন খান
#মুম্বই: টিকল না এই সম্পর্কটাও! রোমানিয়ান বান্ধবী ইউলিয়া ভানতুর-এর সঙ্গে ব্রেক-আপ হতে চলেছে সলমন খানের।
যদিও সল্লু মিঞা কখনও ইউলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, কিন্তু তাঁদের দু'জনকে একসঙ্গে দেখে কারওরই বুঝতে অসুবিধে হয়নি-- সলমন, উইলিয়ার প্রেম জমে ক্ষীর! মাঝেমধ্যেই, সলমনের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এ দেখা যেত উইলিয়াকে। সল্লুর মা সালমা খান, বোন অর্পিতা, আলভিরা খানেদের সঙ্গেও যথেষ্ট সাবলীল ছিলেন তিনি।
কিন্তু গরম রোম্যান্টিক ছবিতে হঠাৎ করেই ঠান্ডা জল ঢেলে দিলেন রোমানিয়ান বিউটি! তিনি ইনস্টাগ্রামে পোস্ট করলেন, '' অতীতে করা আমার সবথেকে বড় ভুল হল-- ভেবেছিলাম, জীবনে 'রাইট পার্সন' খুঁজে পাওয়া মানেই ভালবাসা খুঁজে পাওয়া!''
advertisement
advertisement
এই পোস্ট-টার পরথেকেই শুরু জল্পনা-কল্পনা! প্রীতি জিন্টার বিয়ের সময়ে প্রথম দেখা সলমন আর উইলিয়ার। এরপর প্রকাশ্যে একসঙ্গে বহু জায়গায় দেখা গিয়েছে তাঁদের। কিন্তু হালে, কোথাও যেন তফাতে চলে গিয়েছিলেন দু'জনে। সোনমের বিয়েতেও সলমনের আসেপাশে জ্যাকলিন, ক্যাটরিনা-রা ভিড় করে থাকলেও ছিলেন না উইলিয়া।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2018 3:48 PM IST