#কলকাতা:গলি বয়ের (Gully Boy) সেই দৃশ্যটা মনে আছে?সেই যে মুম্বইয়ে স্থানীয় বাসের পিছনের সিটে রণবীর সিং (Ranveer Singh) বসে আছেন আর তাঁর পাশে গিয়ে বসলেন আলিয়া ভাট (Alia Bhatt)? কেন না তিনি আরও কোথাও জায়গা পাননি। না, এতে আলাদা কিছু নেই। কিন্তু সেই দৃশ্য আলাদা হয়ে যায় যখন আলিয়া রণবীরের হেডফোন শেয়ার করে গান শুনতে শুরু করেন। যুগলরা বলবেন- হাউ রোম্যান্টিক! এক্কেবারে তা-ই। দু'জনে মিলে চুপচাপ গান শোনার মজাই আলাদা। প্রেমের উৎসবমুখর মুহূর্তে রইল সেরা দশটি হিন্দি গানের তালিকা
১) তুম হি হো (Tum Hi Ho), আশিকি ২ (Aashiqui 2)
https://www.youtube.com/watch?v=IJq0yyWug1kগানটি যে শ্রুতিমধুর সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তার উপরে আছে অরিজিত সিংয়ের (Arijit Singh) মাখনের মতো কণ্ঠস্বর। যে কোনও সম্পর্কে বিশ্বাস অত্যন্ত জরুরি আর সেটাই এই গানে বারবার বলা হয়েছে।
২) ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা (Dheere Dhheere Se Meri Zindagi Mein Aana), আশিকি (Aashiqui)
https://www.youtube.com/watch?v=pKsD2GiQhOoযদি আশিকি ২ এক নম্বরে থাকে, তাহলে সেই আশিকি ছবি, যা এক সময়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল, সেটা কেন বাদ যাবে? সত্যি বলতে কী, আশিকি-র সব গানই মনকে নাড়িয়ে দিয়ে যায়!
৩) যব কোই বাত বিগড় যায়ে (Jab Koi Baat Bigad Jaye), জুর্ম (Jurm)
https://www.youtube.com/watch?v=qE7C35WxKnoএই ছবিটির কী নাম, তাতে কারা ছিলেন অনেকেই জানেন না। কিন্তু এই গানটি সবার পছন্দের। বিশেষ করে যাঁরা প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন, তাঁদের অত্যন্ত পছন্দের এই গান। ভালোবাসলে অনেক দায়িত্ব পালন করতে হয়, বিপদে ঢাল হয়ে পাশে থাকতে হয়, সেটাই বলে এই গান।
৪) পহেলা নশা (Pehla Nasha), যো জিতা ওহি সিকন্দর (Jo Jeeta Wohi Sikander)
https://www.youtube.com/watch?v=zI2HJONbT5Aপ্রথম প্রেমের মাধুর্য একটা অন্য অনুভূতি। বিশেষ করে যদি সেই প্রেম স্কুল বা কলেজজীবনের হয়। সব প্রেম হয় তো পরিণতি পায় না, কিন্ত সেই প্রথম দেখা কখনওই ভোলা যায় না।
৫) তুম সে হি (Tum Se Hi), যব উই মেট (Jab We Met)
https://www.youtube.com/watch?v=mt9xg0mmt28অনেক সময়ে মনের মানুষ চোখের সামনে থাকলেও তাঁকে আমরা চিনতে পারি না। বুঝতে পারি না যে সে কখন মনের মধ্যে বাস করতে শুরু করেছে। এই গান বার বার সেই দিকেই ইঙ্গিত করে।
৬) তেরে হাত মে (Mere Haath Mein), ফনা (Fanaa)
https://www.youtube.com/watch?v=qtz5mpvgAM0পরস্পরের হাতে হাত রাখা মানে হল বিশ্বাস। আর হাতের উপরে হাত রাখলেই মনে হয় যে পৃথিবীটা যেন স্বর্গের মতো সুন্দর হয়ে গিয়েছে!
৭) দো দিল মিল রহে হ্যায় (Do Dil Mil Rahe Hai), পরদেশ (Pardes)
https://www.youtube.com/watch?v=RKB1LUojBVAচোখের ইশারা, না বলা কথা, এই তো আসল প্রেম! দু'টো মন এক হয়ে যায় আর কেউ সেটা জানতে পারে না। এই খেলা খেলতে হলে এই গানটি শুনতেই হবে।
৮) আব মুঝে রাত দিন (Ab Mujhe Raat Din), সোনু নিগম (Sonu Nigam)
https://www.youtube.com/watch?v=wsPDQBWHlS8এটা সিনেমার গান না হলেও দুর্দান্ত রোম্যান্টিক। গায়কের কণ্ঠ এমনিতেই মনের গভীরে চলে যায়। তা ছাড়া প্রেমে পড়লে সত্যিই তো দিন রাত মনের মানুষের মুখটাই চোখের সামনে ভেসে ওঠে!
৯) তুঝে দেখা তো (Tujhe Dekha Toh), দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (Dilwale Dulhaniya Le Jayenge)
https://www.youtube.com/watch?v=cNV5hLSa9H8রোম্যান্টিক গানের তালিকা হচ্ছে আর এই গানটা নেই, সেটা কি হতে পারে? এই গানটি যেন অনেকটা বলিউডের রোম্যান্টিসিজমের শেষ কথা!
১০) তু হি রে (Tu Hi Re), বম্বে (Bombay)
প্রেম থাকলে সেখানে বিচ্ছেদও থাকবে। বিচ্ছেদও যে কত মধুর হতে পারে, সেটা এই গানটা শুনলে বোঝা যায়।