বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গতা থেকে অন্তর্বাসে সাহসী পোজ, চেনেন কি এই নায়িকাকে?
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
২৯ বছরে পা রাখলেন এই নায়িকা । অভিনয় প্রতিভাই হোক বা সৌন্দর্য্য, কোনওটাতেই কম যান না ।
#মুম্বই: আজ ২৯ বছরে পা রাখলেন এই নায়িকা! বলতেই হচ্ছে জন্মদিনে বড় আক্ষেপের সঙ্গে- বলিউড এখনও তাঁকে ভালো করে চিনে উঠতে পারলো না!
অথচ কম সময় কিন্তু কৃতী খারবান্দা বলিউডে কাটাননি! হ্যাঁ, ছায়াছবির জগতে তাঁর কেরিয়ারের শুরুটা হয়েছিল ২০০৯ সালে তেলুগু ছবি বনি দিয়ে ঠিকই, কিন্তু সেই ২০১৬ সালেই তো রাজ রিবুট ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করে দিয়েছিলেন তিনি। ২০১৭ সালে রাজকুমার রাওয়ের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে শাদি মে জরুর আনা ছবিতে জিতে নিয়েছিলেন দর্শকের মনও।
advertisement
কিন্তু তার পরে কৃতী-অভিনীত ছবির থেকেও বড় খবর হয়ে গেল পুলকিত সম্রাটের সঙ্গে তাঁর মন দেওয়া আর নেওয়া! আজ জন্মদিনে আমরা কৃতীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা! আর তাঁরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কয়েক ঝলক তুলে আনা যাক আপনাদের জন্য!
advertisement
১. এই মধুরাত শুধু তোমার আমার
advertisement
কৃতী নিজেও কিন্তু তাই বলছেন ইংরেজিতে। পুলকিতের সঙ্গে আনন্দের মুহূর্তটি তিনি ভাগ করে নিলেও বলতে ভোলেননি- এ শুধু তাঁদের দু'জনেরই!
২. অন্তরে যার বাস
advertisement
কখনই অস্বীকার করেন না দেশের এই নায়িকা যে বয়ফ্রেন্ড পুলকিত আছেন তাঁর হৃদয় জুড়ে! তা বলে সব সময়ে সেই অন্তরকথাও সবার জন্য প্রকাশ করেন না তিনি, মাঝে মাঝে ধরা দেন সাহসিনী সাজে, শুধুই নিজেকে নিয়ে। ডেনিম আর সাদা লেসের অন্তর্বাসের এই যুগলবন্দি তাঁকে ছাড়া কাকেই বা মানায়?
৩. চুল তার কবেকার...
advertisement
advertisement
কে বলেছে- নায়িকা মানেই শুধুই সেজেগুজে ছবি দিতে হয় সোশ্যাল মিডিয়ায়? কৃতীর এই ছবিটা দেখুন ভালো করে! এলোমেলো চুল এসে ঢেকে দিয়ে মুখের প্রায় অর্ধেকটাই, অধরে বিদ্রোহের অভিব্যক্তি- এ কি একেবারেই আচমকা রেগে যাওয়া ঘরের মেয়ে নয়?
৪. সাগরবেলায় ঝিনুক খোঁজার ছলে
advertisement
আগেভাগেই বলে রেখেছেন কৃতী- এ ছবি ফিল্মি! তাই সাগরসৈকতে বিকিনির বদলে লেহঙ্গা কেন- সেই তর্কে যাব না!
৫. পাগলি তোমার সঙ্গে
এমন অদ্ভুত মুখভঙ্গি কেন দু'জনেরই, সেটা কৃতী লিখেই দিয়েছেন সাফ, এ নিয়ে আর বেশি কথা বলে কী হবে! আমরা বরং শুধু মুহূর্তটার সাক্ষী থাকি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2020 1:21 PM IST