‘এক দো তিন’ -র গানে শরীরি হিল্লোলে মাতোয়ারা করলেন বিদেশিনিরা, ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল
Last Updated:
ডাগর চোখের ভাষা থেকে শরীরের উদ্ভিন্ন যৌবনের খেলা, নাচের ছন্দে ফুটে উঠল সব
#মুম্বই : ফেসবুক মিলিয়ে দিয়েছে সমস্ত সীমান্তের কাঁটাতার ৷ এখন কোনও কিছু ভাইরাল হতে লাগে মাত্র কয়েকটা মিনিট ৷ কোন দেশে তৈরি হয়েছে কারা করেছেন এই সব মিটে যায় কয়েকটা ক্লিকে ৷ অনেকদিন ধরেই এটা প্রচলিত রয়েছে যে বলিউডের গান পৃথিবীর বিভিন্ন প্রান্তে দারুণ জনপ্রিয় ৷ এটা যে কতবড় সত্যি তা এই প্রতিবেদনের ভিডিওতেই প্রমাণ ৷ গ্রিসের একটি নাচের স্কুলে বলিউডের এক সর্বকালীন সুপারহিট গান ‘এক দো তিনে’ ডান্স কাঁপালেন এক দল বিদেশিনি ৷
ভিডিওতে দেখা যাচ্ছে একদল বিদেশিনি মহিলা একেবারে ভারতীয় ঘাঘরা চোলিতে নিজেদের সাজিয়েছেন ৷ আর মাধুরী দীক্ষিত ও পরে জ্যাকলিন ফার্নান্ডেজের নাচের সঙ্গে শরীর দোলাচ্ছেন ৷ লাস্য থেকে নাচের আঙ্গিক কোথাও বোঝাই যাচ্ছে না যে গানের ভাষাটি তাদের পরিচিত একটি ভাষা নয় ৷ আসলে সত্যিই এটাকেই বলে সঙ্গীতের কোনও ভাষা নেই ৷
advertisement
advertisement
ডান্স ওয়ান্স নামের একটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে ৷ চার লক্ষ মানুষ মাত্র তিনদিনেই এই ভিডিও দেখে নিয়েছেন ৷ আর শেয়ার হয়েছে প্রায় ৩ হাজার ৷ ফলে সুপারহিট এই গান ও নাচ একেবারে দেশ-কালের বিভেদ দূর করে দিয়েছেন ৷
আরও দেখুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2019 6:19 PM IST